

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-জাতির জনক বঙ্গবন্ধু কন্যা,বিশ্ব শান্তির অগ্রদূত,উন্নয়ন ও দিনবদলের নেত্রী,বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনার ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বান্দরবান জেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ এর প্রভাবশালী সহসভাপতি ও আঞ্চলিক পরিষদ এর অন্যতম সদস্য মোঃশফিকুর রহমান।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃইইসলাম বেবী,জেলা আওয়ামীলীগ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ,জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ক্যা সা প্রু,জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,জেলা পরিষদ সদস্য ফিলিপ ত্রিপুরা,জেলা যুবলীগ আহবায়ক মোঃহোসেন প্রমুখ।এসময় বান্দরবান জেলা আওয়ামীলীগ,জেলা ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগ,যুবলীগ,মহিলা আওয়ামীলীগ,কৃষক লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, “যুগের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে,উন্নয়ন হচ্ছে,বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই,বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে।আর এই সব অর্জনের পেছনে যিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি আর কেউ নন বাংলাদেশ আওয়ামীলীগ এর গর্ব,বাংলাদেশ আওয়ামীলীগ এর অহংকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।যার নেতৃত্বে এদেশের মানুষের ভাগ্য বদল হয়েছে,যার নেতৃত্বে এদেশের জনগণ এর ভাগ্যের চাকা ঘুরে গেছে তিনি আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি এখন আর শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় বিশ্ব শান্তির অগ্রদূত হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন।নিজের যোগ্যতা দিয়ে দেশ পরিচালনার পাশাপাশি তিনি রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয় দিয়ে যে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিশ্বের সকল রাষ্ট্রনায়কদের কাছে রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে এবং নোবেল শান্তি পুরষ্কারের সংক্ষিপ্ত তালিকায় নাম উঠে এসেছে।আমরা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মবার্ষিকী তে বান্দরবানবাসীর কাছে আহবান জানাচ্ছি আপনারা প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করবেন যাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সত্যিকারের সোনার বাংলাদেশ তিনি গড়ে তুলতে পারেন।চারপাশে শত্রুর আনাগোনা বেড়ে গেছে,জাতির জনকের কন্যা ডিজিটাল বাংলাদেশ এর রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যা করার চক্রান্ত করছে এই বাংলাদেশেরই একটি অশুভ শক্তি।আওয়ামীলীগ এর সর্বস্তরের নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে,কোনও অশুভ শক্তির চক্রান্ত সফল হতে দেয়া যাবেনা,ভিশন ২০২১ বাস্তবায়নে আওয়ামীলীগ এর প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করে যেতে হবে”।পরে জেলা আওয়ামীলীগ নেতারা কেক কেটে জন্মবার্ষিকী পালন করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাত এর মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।