![](https://www.chttimes.com/wp-content/uploads/2022/01/FB_IMG_1642598023388.jpg)
![](https://www.chttimes.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাদ আছর বালাঘাটা এলাকায় বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজার সভাপতিত্বে উক্ত দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।এসময় বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, বিএনপি নেতা আবিদুর রহমান,রিটল বিশ্বাস,জেলা যুবদলের সাবেক সদস্য সচিব শাহাদাত হোসেন,পৌরসভার বিএনপি সভাপতি নুরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মো.আলী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।৮৬তম জন্মবার্ষিকীর এমন আয়োজন করতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভা মেয়র জাবেদ রেজা।এসময় তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন এবং নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানের কর্মময় জীবন সম্পর্কে তুলে ধরতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহবান জানান।