![](https://www.chttimes.com/wp-content/uploads/2017/11/FB_IMG_1509573928369.jpg)
![](https://www.chttimes.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলা শাখার উদ্যোগে ছাত্র সংবর্ধনার আয়োজন করা হয়েছে।বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হওয়া ছাত্রনেতা উসিং হাই রবিন বাহাদুর কে এই সংবর্ধনা দেয়া হচ্ছে।আজ ২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বান্দরবান জেলা আওয়ামীলীগ এর নিজস্ব কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান টি অনুষ্ঠিত হবে।বান্দরবান জেলা আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতারা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে,বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতি কাওসার সোহাগ এর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করবেন বান্দরবান জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জনি সুশীল।এবিষয়ে বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতি কাওসার সোহাগ বলেন,বান্দরবান জেলার ছাত্র রাজনীতিতে উসিং হাই রবিন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হওয়ায় নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে।স্বাভাবিকভাবেই বান্দরবানের ছাত্রলীগ নেতাকর্মীরা উসিং হাই এর এই সাফল্যে উচ্ছ্বাসিত এবং আনন্দিত।এককথায় বলতে গেলে সংবর্ধনা দেয়ার জন্য তৃণমূলে কাজ করা ছাত্রলীগ নেতাকর্মীদের একটা চাপ ছিলো,জেলা নেতৃত্বের কাছে তাদের প্রত্যাশা ছিলো এমন একটা সংবর্ধনা আয়োজন করার।তাঁরই ফলশ্রুতিতে বান্দরবান জেলা ছাত্রলীগ নেতাকর্মীদের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে বান্দরবান জেলা ছাত্রলীগ রাজনীতির নতুন ধুমকেতু তৃণমূল থেকে উঠে আসা ছাত্রলীগ নেতা উসিং হাই রবিন বাহাদুর কে ছাত্র সংবর্ধনা দিতে যাচ্ছে।ছাত্র সংবর্ধনা সফলভাবে শেষ করতে জেলা ছাত্রলীগ দফায় দফায় নিজেদের ভেতর আলোচনা করেছে।সংবর্ধনা সফল করতে কয়েকটি উপ কমিটি করে সিনিয়র নেতৃবৃন্দ কে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে।আশাকরি স্বরন কালের শ্রেষ্ঠ একটি সংবর্ধনা অনুষ্ঠান উপহার দিতে পারবে বান্দরবান জেলা ছাত্রলীগ।এসময় জেলা ছাত্রলীগ সভাপতি কাওসার সোহাগ বান্দরবান জেলা অধীনস্ত,বিশেষ করে বান্দরবান শহর ছাত্রলীগ-বান্দরবান সদর উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের উপস্থিত হয়ে ছাত্র সংবর্ধনা সফল করতে আহবান জানিয়েছেন।(((বিস্তারিত আসছে)))