

সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এমনটাই দাবি জানিয়েছেন সাবেক সাংসদ ও বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মা ম্যা চিং।বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এমন দাবি জানান।শনিবার (১৮ ডিসেম্বর) বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা।এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার,জেলা বিএনপি নেতা আবিদুর রহমান,রিটল বিশ্বাস,সেলিম রেজা,উপজেলা বিএনপি সভাপতি আরেফ উল্লাহ ছুট্টো,সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর,উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান চৌধুরী,সদস্য সচিব আবু কায়ছার,উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াবুল হক জিয়া,যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী,যুগ্ম আহবায়ক মিজানুর রহমানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালামের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বান্দরবান জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন,বর্তমান সময়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের আপামর জনসাধারণের দাবী একটাই, “তা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে।দুঃশাসনের করাল গ্রাসে নিমজ্জিত বাংলাদেশের বহুদলীয় রাজনীতি কে অভিশাপমুক্ত করতে হলে টেকনাফ থেকে তেতুলিয়া,সুন্দরবন থেকে বান্দরবানের লামা থেকে নাইক্ষ্যংছড়ির বাইশারী পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্র ও জেলা ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে অংশ নিতে হবে।এসময় তিনি দাবি আদায়ে আন্দোলন-সংগ্রামের কোনও বিকল্প নাই বলেও মন্তব্য করেন।