শিরোনাম: পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের দাবীতে প্রধান উপদেষ্টা বরাবর পিসিএনপি’র স্মারকলিপি বান্দরবানে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শান্তিচুক্তির ২৮তম বর্ষপূর্তিতে রক্তদান কর্মসূচি আয়োজন দ্রুত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের দাবি জানালো পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বিতর্কিত শিক্ষা কর্মকর্তা কে বান্দরবানে বদলিঃ প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি

খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী বাবু নতুন কুমার চাকমার সভায় বিএনপির হামলা


সিএইচটি টাইমস ডেস্ক প্রকাশের সময় :১৭ ডিসেম্বর, ২০১৮ ৩:১৮ : অপরাহ্ণ 734 Views

সমতল ছাড়িয়ে পাহাড়েও ছড়িয়ে পড়ছে বিএনপির নির্বাচনী সহিংসতা। পার্বত্য রাজনীতিকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে দলটি। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)’কে টার্গেট করে সহিংস উত্তাপ ছড়ানোর অভিযোগ ওঠেছে বিএনপির বিরুদ্ধে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, শান্ত পাহাড়ে পাহাড়ী রাজনীতিকে উত্তপ্ত করতে নানা কৌশল অবলম্বন করছে সেখানকার বিএনপি নেতা-কর্মীরা। তারই সূত্র ধরে আজ খাগড়াছড়ি জেলার লক্ষীছড়া সদর উপজেলার যতীন্দ্র কার্বারী পাড়ায় ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বাবু নতুন কুমার চাকমার নির্বাচনী প্রচারণা সভায় বিএনপি কর্মীরা হামলা চালায়। নির্বাচনী পোস্টার ছিনিয়ে মারধর করা হয় নতুন কুমার চাকমার কর্মীদের উপর।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, যতীন্দ্র কার্বারী পাড়ায় নতুন কুমার চাকমার কর্মী সমর্থকরা মিছিল নিয়ে গেলে একদল যুবক সেই মিছিলে ঢুকে হামলা চালিয়ে পোস্টার ছিনিয়ে নেয় এবং মারধর শুরু করে। এসময় তাদের হাতে লাঠি-সোটাসহ রামদা ও রড দেখতে পাওয়া যায়। হামলাকারীরা সবাই বিএনপি প্রার্থী শহীদুল ভূঁইয়ার কর্মী সমর্থক বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা।

এছাড়াও পাহাড়ীদের সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কে দিতে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে বলে জানা গেছে।

এছাড়া গত ৫ ডিসেম্বর রাঙামাটি জুরাছড়ি উপজেলায় আওয়ামী লীগ নেতা অরবিন্দ চাকমাকে গুলি করে হত্যা করা হয় । একইদিনে হামলা চালানো হয় বিলাইছড়ি আওয়ামী লীগ নেতা রাসেল মারমার ওপর। স্থানীয়দের অভিয়োগ, যারা সেখানে আওয়ামী লীগ সমর্থন করে তাদেরও টার্গেট করে হামলা চালাচ্ছে বিএনপি কর্মীরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর