ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষ্যে বান্দরবানে পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় :৮ নভেম্বর, ২০১৭ ১২:১২ : পূর্বাহ্ণ 749 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলা সদরের একমাত্র পৌরসভার গুরুত্বপূর্ণ সংগঠন পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর তিনটায় বান্দরবান জেলা বিএনপির চৌধুরী মার্কেটস্থ নিজস্ব কার্যালয়ে পৌর বিএনপি সভাপতি নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সভাপতি বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরী।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য লুসাই মং,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম,সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আইয়ুব মেম্বার,জেলা মহিলা দল সিনিয়র যুগ্ম আহবায়ক উম্মে কুলসুম লীনা,পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ফেরদৌস হায়দার রুশু,জেলা ছাত্রদল সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট হাবিবুর রহমান,জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক দৌলতুল কবীর খান সিদ্দিকী দৌলত,পৌর ছাত্রদল সভাপতি আলাউদ্দিন আলো ছাড়াও জেলা ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবক দল,মহিলাদল,কৃষক দল,তাঁতীদলের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সঞ্চালিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বান্দরবান জেলা বিএনপি কান্ডারী বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন,ভোটারবিহীন সরকার জোর জবরদস্তি করে ক্ষমতা দখল করে বসে আছে।তারা গণতন্ত্রের পক্ষে লড়াকু নেতাকর্মীদের বীভৎস নির্মমতায় দমন করছে,বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার গুলো কে নির্দয় ফ্যাসিবাদী শাসনের যাঁতাকলে ফেলে স্তব্দ করে দিচ্ছে আর ঐতিহাসিক সিপাহী বিপ্লব ও সংহতি দিবসকে পৈশাচিকভাবে পিষ্ট করেছে।এ অবস্থা থেকে উত্তোরণে ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে হবে এবং দেশ ও জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।দিবসটি উপলক্ষে তিনি বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীকে দলের প্রতিষ্ঠাতা,সিপাহী বিপ্লবের মহানায়ক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান প্রদত্ত দলীয় আদর্শ অনুসরণ করে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহবান জানান।এসময় তিনি স্বল্প সময়ের মধ্যে আলোচনা সভা আয়োজন করায় পৌর বিএনপির সকল নেতৃবৃন্দ কে জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।পাশাপাশি সকলকে দলের যেকোনও কেন্দ্র ঘোষিত কর্মসূচী সফল করতে ঐক্যবদ্ধভাবে পূর্বের ন্যায় রাজপথে নেমে আসার আহবান জানান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর