

নুরুল আলম রাজা,(বান্দরবান):-মিয়ানমার সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ঠুর নির্যাতনে অতিষ্ট হয়ে প্রাণ ভয়ে বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে অবস্থানরত ছুটে আসা হাজারো অসহায় রোহিঙ্গা নারী,শিশু ও পুরুষের মাঝে বিভিন্ন ত্রান সামগ্রী বিতরণ করার সাহায্যার্থে এগিয়ে আসলেন আজিজনগর হেডম্যান পাড়ার বৌদ্ধ ধর্মালম্বীরা।আজিজনগর হেডম্যান পাড়ার তামাচিং মার্মা বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গা নির্যাতন করছে।এটি কোনোভাবেই সমর্থযোগ্য না।অবিলম্বে এই নির্যাতন-নিপীড়ন বন্ধ করে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আহ্বান জানান।হেডম্যান পাড়ার বাবু উথোয়াই মার্মা বলেন, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।মিয়ানমার একটি বৌদ্ধ প্রধান দেশ হিসেবে বৌদ্ধ ধর্মবিরোধী কাজ করছে।বৌদ্ধ ধর্মে এভাবে মানুষ নির্যাতনের কোনো অনুমোদন নেই।অবিলম্বে এই নিপীড়ন বন্ধে জোর দাবী জানান।