

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধা আর অশ্রুসিক্ত ভালোবাসায় চিরবিদায় নিলেন অধ্যাপক মংচিংনু চৌধুরী।২৫ অক্টোবর বুধবার দুপুরে তাঁর মরদেহ উজানী পাড়াস্থ বাড়ি থেকে বান্দরবান কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে নিয়ে যাওয়া হয়।এ সময় শবযাত্রায় অংশ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মং ক্য চিং চৌধুরী,আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশসহ জেলার বিশিষ্টজনেরা।গত শনিবার (২১ অক্টোবর) রাতে তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।
শারিরীক অবস্থা উন্নতিযোগ্য না হওয়ায় চিকিৎসকরা তাঁকে বাড়িতে ফিরিয়ে নেবার পরামর্শ দেন।সোমবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।অধ্যাপক মং চিং নু চৌধুরী তাঁর কর্মজীবনে বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন।সর্বশেষ তিনি বান্দরবান সরকারি কলেজের ইতিহাস বিষয়ে অধ্যাপনা করেন।তাঁর স্ত্রী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উ নু প্রু।এক ছেলে ও এক মেয়ের দু’জনেই চিকিৎসক।মং চিং নু চৌধুরীর বয়স হয়েছিলো ৭৯ বছর।