এই মাত্র পাওয়া :

বাবা,ফিরে কি আসা যায়না????


প্রকাশের সময় :৬ মে, ২০১৮ ১২:৪২ : পূর্বাহ্ণ 726 Views

বান্দরবান অফিসঃ-গুলিতে নিহত রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সহ-সভাপিত শক্তিমান চাকমাকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন একমাত্র মেয়ে শ্রেয়া চাকমা মেঘা।
শুক্রবার রাতে ফেসবুকে ছোটবেলায় জন্মদিন পালনের একটি ছবি প্রকাশ করেন শ্রেয়া। এর ক্যাপশনে শ্রেয়া লিখেন, ‘বাবা ফিরে কি আসা যায়না????’ শ্রেয়া বর্তমানে রাঙ্গামাটি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী।বৃহস্পতিবার বাবার মৃত্যুর পর রাঙ্গামাটি হাসপাতালে এসে প্রথম বাবার নিথর দেহ দেখেন তিনি। শোকে পাথর শ্রেয়া বাবাকে জড়িয়ে কাঁদতেও পারেননি।যোগাযোগ করা হলে শ্রেয়া বলেন, ‘বাবার ইচ্ছে ছিল আমাকে ডাক্তার বানাবেন।আজ পৃথিবীর বুকে বাবা বেঁচে নেই।বাবাকে আর কোনদিন বাবা বলেও ডাকতে পারব না।তিনি চলে গেছেন না ফেরার দেশে।’ উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে দিনে-দুপুরে উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে দুর্বৃত্তরা। পরে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমা অপহরণ মামলার প্রধান আসামি ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা শক্তিমান চাকমা।এবছর খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা মিঠুন চাকমা হত্যা মামলার এজাহারেও আসামি হিসেবে নাম ছিল শক্তিমান চাকমার।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!