পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর বিশেষ প্রকল্পঃ চাল পেলো কয়েক হাজার মানুষ


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :৯ জুলাই, ২০২২ ৮:২১ : অপরাহ্ণ 419 Views

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এর বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় বান্দরবান সদর উপজেলা ও বান্দরবান পৌর এলাকায় করোনা,বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুঃস্থ,দরিদ্র ও কর্মহীন লোকদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৮ জুলাই) পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে রাজার মাঠসহ বান্দরবান সদর উপজেলার ৬টি ইউনিয়নে ও পৌরসভার ৯টি ওয়ার্ডের দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে একযোগে এই চাল বিতরণ করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে চাউল বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও মমত্ববোধ এর কারনেই সারাদেশের মানুষ আজ নানাভাবে সুযোগ সুবিধা পাচ্ছে এবং সহায়তা পাচ্ছে।বয়স্কভাতা,বিধবা ভাতা,দুগ্ধভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতার প্রচলন শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রার মা উন্নত করেছে বাংলাদেশ আওয়ামীলীগ এর সরকার।এর সুফল কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে।একারণেই দেশের মানুষ এখন সুন্দরভাবে জীবনযাপন করছে।পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসময় আগামীতেও সরকারের পক্ষ থেকে এই ধরণের মানবিক সহায়তা অব্যাহত থাকবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন।চাল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস,পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু,সদস্য মোজাম্মেল হক বাহাদুর,পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর।এদিন বান্দরবান সদর উপজেলার ৬টি ইউনিয়নে ও পৌরসভার ৯টি ওয়ার্ডের দুঃস্থ ও কর্মহীন ৫ হাজার ২শত ১০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!