

শুক্রবার (৮অক্টোবর) হোটেল হিলভিউ (পূরবী বাস) এসি সার্ভিস এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।এসময় জেলা পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে হোটেল হিলভিউ কতৃপক্ষ।এবিষয়ে হিলভিউ স্বত্বাধিকারী কাজল কান্তি দাশ জানান,আগামী ১১ অক্টোবর রবিবার এসি সার্ভিস এর বাসগুলো বান্দরবান-চট্টগ্রাম ও বান্দরবান-কক্সবাজার রুটে নিয়মিত যাত্রী পরিবহন করবে।বান্দরবান-রাঙ্গামাটি সড়কের এসি সার্ভিসটিও অতিদ্রুত যাত্রী পরিবহনের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।তিনি আরও বলেন,বান্দরবান এর স্থানীয় যাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিলো এসি সার্ভিস চালু হউক।পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে প্রচুর ট্যুরিস্ট ভ্রমণ করে থাকে।নতুন এই হোটেল হিলভিউ (পূরবী বাস) এসি সার্ভিস তাদের এই ভ্রমণ যাত্রায় নতুন মাত্রা যুক্ত করলো।