প্রতিবছর শীত মৌসুমে জেলায় হাজার হাজার পর্যটকের আগমন ঘটলেও এবার দফায় দফায় নিষেধাজ্ঞা জারি থাকায় দেশি বিদেশী পর্যটক না আসার কারনে জেলার দুই শতাধিক হোটেল-মোটেল ও পাঁচ শতাধিক পর্যটক গাইড কর্ম শূন্য হয়ে পড়ে।
বান্দরবানের সীমান্ত এলাকায় জঙ্গী সংগঠন ও কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের কারনে গত ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য আরোপ করা হলে ফের জেলার থানচি উপজেলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই তিন উপজেলা ব্যতিথ অন্য ৪ টি উপজেলায় পর্যটক যাতায়াতে কোন বাধা নেই।