এই মাত্র পাওয়া :

আবাসনে ন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড পেলো হোটেল হিলভিউ,বান্দরবান


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৭ ফেব্রুয়ারি, ২০২২ ৩:১৮ : অপরাহ্ণ 567 Views

পর্যটন খাতে অবদানের জন্য বাংলাদেশ ট্যুরিজম অ্যাক্সপ্লোরার্স অ্যাসেসিয়েশনের ন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড পেলো হোটেল হিলভিউ, বান্দরবানসহ পর্যটন নিয়ে কাজ করা ২৫ সংগঠন ও ব্যক্তি।এবার ১১টি ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।এতে পর্যটন শিল্পে অবদান রাখায় আবাসন খাতে পুরষ্কার অর্জন করে সারাদেশ থেকে বান্দরবানে ঘুরতে আসা পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে আকর্ষণীয় আবাসিক হোটেল হিলভিউ,বান্দরবান।গত শনিবার (৫ ফেব্রæয়ারি) বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন করপোরেশন ভবনের ব্যানকুইট হলে বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনের (বিটিইএ) এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম মিনিস্ট্রির স্ট্যান্ডিং কমিটির সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা (এমপি)।হোটেল হিলভিউ, বান্দরবানের চেয়ারম্যান কাজল কান্তি দাশের পক্ষে সম্মাননা স্মারক ও প্রশংসা পত্র গ্রহণ করেন হোটেলের জেনারেল ম্যানেজার মো.রিয়াজ উদ্দিন (রাসেল)।এসময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য ও টোয়াবের সভাপতি খবির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।পরে কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। এদিকে হোটেল হিলভিউ,বান্দরবান এর প্রধান সমন্বয়কারী মো. তৌহিদ পারভেজ জানিয়েছেন,গ্রাহক সেবাই আমাদের মূল লক্ষ্য।গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হোটেল হিলভিউ,বান্দরবান পরিচালিত হচ্ছে।বান্দরবানে আগত পর্যটকদের মানসম্মত সেবা দিতে হোটেল হিলভিউ,বান্দরবান অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে বলেও জানান তিনি।উল্লেখ্য,হোটেল হিলভিউ, বান্দরবান এর আগে জেলা পর্যায়ে ২০০১৬-১৭ এবং ২০১৭-১৮ বর্ষে সর্বোচ্চ রাজস্ব প্রদান করায় টানা ২বার জাতীয় রাজস্ব বোর্ডের সম্মাননা অর্জন করে।আবাসন খাতে অবদান রাখায় বান্দরবানের হোটেল হিলভিউ এবং কক্সবাজারের জলতরঙ্গ আবাসিক হোটেলসহ সারাদেশ থেকে মাত্র দুইটি আবাসিক হোটেল এমন সম্মাননা অর্জন করলো।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!