

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান-মিয়ানমার সীমান্তে পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।নিহত হাশেম উল্লাহর (৪২) বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার আদর্শ গ্রামের বাসিন্দা।মঙ্গলবার দিবাগত রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্তে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়,সন্ধ্যার দিকে সীমান্তের ৪৪নং পিলারের কাছে রোহিঙ্গাদের কাছ থেকে গরু আনতে যান হাশেম উল্লাহ। এ সময় পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ সময় আহত রোহিঙ্গা আবদুল কাদেরকে উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে।নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.সরওয়ার কামাল জানান,দুটি মাইন বিস্ফোরণের ঘটনায় এক গরু ব্যবসায়ী নিহত ও এক রোহিঙ্গা আহত হয়েছে।আহত রোহিঙ্গাকে চিকিৎসার জন্য উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে।