মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বান্দরবান এর নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন বর্ডার গার্ড বাংলাদেশ (১১বিজিবি)।শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার সময় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র ফুলতলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা ফুলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২৫০জন অসহায় দরিদ্র খেটে খাওয়া দিনমজুর মানুষদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।এ সময় ৩৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়।
এ কর্মসূচির উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লে.কর্ণেল মো.রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করেন।এ সময় বিজিবি অধিনায়ক সাংবাদিক দের বলেন সিমান্তে গরু সহ চোরাচালান দমন করার জন্য সকলের সচেতনতা ও সহযাতা দরকার।
এছাড়াও দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি জনসাধারণের যেকোনো সংকটময় পরিস্থিতিতে বিজিবি সবসময়ই মানবিক হিসেবে কাজ করেছে।এরই ধারাবাহিকতায় মহান বিজয় দিবস উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলার অসহায় দরিদ্র খেটেখাওয়া দিনমজুর মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে।যাতে এই শীতে শীতার্তদের মাঝেও একটু উষ্ণতা ছড়িয়ে যায়।এছাড়াও গরিব অসহায় দরিদ্র রোগীদের মাঝে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১বিজিবি’র) ২৫০জন গরীব,দুঃস্থ ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ ও মেডিক্যাল টিমে ৩৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন। এ সময় নাইক্ষ্যংছড়ি (১১ বিজিবি) ব্যাটলিয়নের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য,নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ২০২২ সালে বিভিন্ন সময়ে মেডিক্যাল ক্যাম্পেইন আয়োজনের মাধ্যমে সর্বমোট ২ হাজার ১২জন পাহাড়ী-বাঙ্গালী গরীব,দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ সামগ্রী বিতরণ করে।এছাড়াও ১হাজর ১শ ৩ জন দুঃস্থ ও অসহায় শীতার্ত পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।