বান্দরবানে আঃলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তসলিম ইকবাল চৌধুরীর বিরুদ্ধে আরও এক চুরির মামলা


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :১২ সেপ্টেম্বর, ২০১৯ ৯:২৫ : অপরাহ্ণ 705 Views

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী তসলিম ইকবাল চৌধুরীর বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাকঢালা নতুন পাড়ার বাসিন্দা মো: আলী বাদী হয়ে এ মামলা রুজু করেন। সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান অভিযোগ গ্রহন করে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন।মামলায় নাইক্ষ্রংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবালসহ আরো ৫ জনকে আসামী করা হয়। এরা হলেন- মো: নাজির (৫০) সুরত আলম (২৪) সৈয়দ আলম (৩০) মোজাফ্ফর (৩৫) ও মোস্তফা খাতুন।মামলার বাদী মো: আলী বলেন, নতুন পাড়ার বাসিন্দা নাজিরের সাথে আমাদের জমি নিয়ে একটি বিরোধ চলছিল। সদর চেয়ারম্যান তসলিম ইকবাল বিচার মীমাংসা করেন। বিচারে অন্যায়ভাবে আমাদেরকে ৮০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা না দিলে আমাদেরকে ডাকাতি মামলায় ফাঁসিয়ে দিবে বলে শাসান চেয়ারম্যান। পরে আমরা টাকা দিতে রাজি না হলে ৯ তারিখ নাজির ও তার পরিবারের লোকজন আমাদের বাগানের গাছ কেটে নিয়ে যায়। তাই আদালতে মামলা দায়ের করেছি।বাদীর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান মামলা গ্রহণ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করার নির্দেশ দেন।উল্লেখ্য, তসলিম ইকবাল চৌধুরী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং তফসিল ঘোষিত আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারো আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে গত ১১ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেন। তার বিরুদ্ধে কিছুদিন আগে ইউনিয়ন পরিষদ পরিচালিত মার্কেটের এক দোকানদার চুরির মামলা দায়ের করেন। ঐ মামলায় তিনি একদিন হাজতবাস করে পরে জামিনে মুক্তি লাভ করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!