বন্য হাতির আক্রমণে বিজিবি’র নায়েব সুবেদার এর মৃত্যু


নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা প্রকাশের সময় :২০ অক্টোবর, ২০২২ ১:২৮ : পূর্বাহ্ণ 182 Views

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বন্য হাতির আক্রমণে বিজিবির এক সদস্য নিহত হয়েছে।নিহত বিজিবি সদস্যের নাম আব্দুল মান্নান।

গত মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি স্থানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।তিনি নাইক্ষ্যংছড়ি সদরের সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া বর্ডার অবজারবেশন পোষ্টে (বিওপি) নায়েব সুবেদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এসময় তহিদুল ইসলাম নামে বিজিবি’র আরেক সদস্য গুরুতর আহত হয়।তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জনায়,চোরাকারবারীরা মিয়ানমার থেকে গরু সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করছে,এমন খবরে বিজিবির একটি টহল দল অভিযান শুরু করে।এসময় বন্য হাতির দল বিজিবির টহল দলের সামনে পড়ে গেলে বাকিরা পালিয়ে রক্ষা পেলেও হাতির পায়ে পিষ্ট হয়ে নায়েব সুবেদার আব্দুল মান্নান ঘটনাস্থলেই মারা যান।

১৯ অক্টোবর সকালে বিষয়টি সত্যতা নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্টু সাহা।তিনি জানান,রাতে বিজিবির সদস্যদের লাশ উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি ব্যাটেলিয়ন সদরে নিয়ে আসা হয়েছে।এদিকে বন্য হাতির উৎপাতে নাইক্ষ্যংছড়ির কয়েকটি এলাকায় চরম জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!