নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির প্রেস ব্রিফিংঃ ১ দিনেই ৫৭ চোরাই গরু ও ৮ মহিষ আটক


নাইক্ষ্যংছড়ি থেকে আমিনুল ইসলাম প্রকাশের সময় :২২ ডিসেম্বর, ২০২২ ৭:৫২ : অপরাহ্ণ 230 Views

সম্প্রতি নাইক্ষ্যংছড়িতে সীমান্তে গরু পাচার সহ বিভিন্ন আপরাধ দমনে নেয়া পদক্ষপ সংক্রান্ত প্রেস ব্রিফিং করেছে নাইক্ষ্যংছড়ি।এতে তারা বৃহস্পতিবার ১ দিনে ৫৭ টি চোরাই গরু আর ৩ মাসে দেড় কোটি টাকার চোরাচালান জব্দ করেছেন।বৃহস্পতিবার ( ২২ ডিসেম্বর) বিকেলে ১১ বিজিবি ব্যাটালিয়ন সদরে জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম প্রেস ব্রিফিং এ তথ্য তুলে ধরেন।

এতে তিনি বলেন,সম্প্রতি সীমান্তে কিছু দূষ্কৃতিকারী চোরাইপথে গরু নিয়ে আসছে।যা আটকে বিজিবি খুবই আন্তরিক।এ কারণে বিজিবি নিয়মিত গরুসহ চোরাইপণ্য আটক করে আসছে।তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে ১১ বিজিবি অধিনস্ত তীরের ডিবা বিওপি ৩১ টি গরু জব্দ করে।এ ছাড়া সীমান্তের অন্য কয়েকটি বিওপি
এলাকা থেকে আরো ২৬ টি গরুসহ মোট ৫৭ টি গরু জব্দ করে তারা।তিনি আরো বলেন,এভাবে গরুসহ চোরাইপণ্য আটকে বিজিবি আন্তরিকভাবে তৎপর রয়েছে।তার দেয়া তথ্য মতে,বিজিবি গত ৩ মাসে চোরাই গরু সহ অন্যান্য পণ্য আটক করেছে ৩ কোটি আটান্ন লক্ষ সাইত্রিশ হাজার টাকার চোরাচালানী জব্দ করে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি কমান্ডার বলেন,তারা সীমান্তের অসহায় গরীব মানুষের পাশে থেকে শিক্ষা,চিকিৎসা,শীতবস্ত্র বিতরণ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান প্রদান করেন।এতে আরো উপস্থিত ছিলেন ১১ বিজিবি এমও ক্যাপ্টেন রাফি উস হাসান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!