নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক


প্রকাশের সময় :২ এপ্রিল, ২০১৭ ১২:৩০ : অপরাহ্ণ 1547 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে থানা পুলিশ।এসময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটকৃত সন্ত্রাসীর নাম আব্দুল শুক্কুর (৪৫)। সে আশারতলী গ্রামের গুরা মিয়া (প্রকাশ লাল গুরাইয়ার) ছেলে।শনিবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকায় ডাক্তার সোলতান আহমদ সিরাজীর বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে,সোনাইছড়ির দুর্গম জারুলিয়াছড়ি এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য অস্ত্রসহ এক সন্ত্রাসী অবস্থান কারছে।এমন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১২টার দিকে থানা অফিসার ইনচার্জ এএইচএম তৌহিদ কবির,এসআই মুনিরুল ইসলাম, এএসআই প্রশান্ত কুমার,এএসআই মইনুল আহসান, কনস্টেবল লিটন আলীসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়।নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম তৌহিদ কবির বলেন,আটকৃত ওই সন্ত্রাসীর নাইক্ষ্যংছড়ি থানায় একাধিক মামলা রয়েছে।এছাড়াও সে একাধিক মামলার আসামী।তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!