

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জন্য পাঠানোর দাবিতে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে ২৪ জানুয়ারি সমাবেশ অনুষ্ঠিত হবে।সেই সমাবেশ সফল করতে সোমবার (১০ জানুয়ারি) দুপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।প্রস্তুতি সভা বলা হলেও নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভাটি মূলত মহাসমাবেশে পরিণত হয়।উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভা মেয়র জাবেদ রেজা। এসময় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার,জেলা মহিলা দলের সভাপতি কাজী নিরুতাজ বেগম,উপজেলা বিএনপি সভাপতি আরেফ উল্লাহ ছুট্টো,সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর সহ জেলা,উপজেলা,ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোর্শেদ বিন ওমর।প্রস্তুতি সভায় বক্তারা ২৪ জানুয়ারীর সমাবেশ সফল করতে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।বক্তারা আরও বলেন,সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি তে সুশৃঙ্খলভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানানো হবে। কিন্তু আয়োজিত সমাবেশ কে কেন্দ্র করে কেউ যদি কোনও ধরনের বিশৃঙ্খল এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করার চেষ্টা করে তবে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রস্তুতি সভায় উপস্থিত বক্তারা।প্রসঙ্গত,২৪ জানুয়ারি সোমবার সারাদেশের ন্যায় বান্দরবানেও সমাবেশের ঘোষণা দেয় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব।বিএনপির সিনিয়র প্রভাবশালী নেতা মো.শাহজাহান সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।সমাবেশ সফল করার জন্য বান্দরবান জেলা বিএনপি প্রায় প্রতিদিনই ধারাবাহিকভাবে জেলা ও উপজেলা সহ সর্বস্তরের নেতাকর্মীদের সাথে প্রস্তুতি সভায় মিলিত হচ্ছে।