

কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত তিনজনের মধ্যে একজন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক। তার নাম রাশেদুল ইসলাম সৌরভ (২২)। সে নাইক্ষ্যংছড়ির সদরের রূপনগর এলাকার মুহাম্মদ ইউনূসের ছেলে।
রোববার ভোররাতে টেকনাফের হোয়াইক্যং এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়। এরা হলেন- রাশেদুল ইসলাম সৌরভ, কক্সবাজারের চৌধুরী পাড়ার দিল মোহাম্মদ (৪২) ও চট্টগ্রামের আমিরাবাদ এলাকার মাস্টার হাটের বাসিন্দা শহিদুল ইসলাম (৪২)।
এদের মধ্যে রাশেদুল ইসলাম সৌরভ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির উপ-দপ্তর সম্পাদক। সে দীর্ঘদিন থেকে কক্সবাজারে থেকে পড়ালেখা করে আসছিল। তার বাবা মোহাম্মদ ইউনূস কক্সবাজার সদর হাসপাতালে লাশ সনাক্ত করেছেন। সকালে টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ বদরুল্লাহ জানিয়েছেন,সম্প্রতি নবগঠিত উপজেলা ছাত্রলীগের কমিটিতে রাশেদুল ইসলাম সৌরভকে উপ-দপ্তর সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।এর আগে সে নাইক্ষ্যংছড়ি হাজী আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছে।তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিলো না।
নিহত রাশেদুল ইসলাম সৌরভ মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন কিনা তা নিয়ে এলাকায় এখন জোর আলোচনা চলছে।








