বান্দরবানে বায়তুশ শরফ জামে মসজিদের দ্বিতল ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মন্ত্রী বীর বাহাদুর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৭ মে, ২০২৩ ১২:০৯ : পূর্বাহ্ণ 110 Views

বান্দরবানে বায়তুশ শরফ জামে মসজিদের ২য় তলা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।শুক্রবার (২৬শে মে) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এ সময় পার্বত্য মন্ত্রী বলেন-“বর্তমান সরকারের আমলে পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে”।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে মসজিদের নবনির্মিত ২য় তলা ভবনের নির্মান ব্যায় ৪০ (চল্লিশ লক্ষ) টাকা।মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসময় বান্দরবান জেলা পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা,উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত,জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাস,পৌর মেয়র সৌরভ দাশ শেখর,অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারন সম্পাদক মিনারুল হক উপস্থিত ছিলেন।

এছাড়াও মসজিদ পরিচালনা কমিটি এর সাধারন সম্পাদক আবুল কালাম,কোষাধ্যক্ষ বশিরুল ইসলাম,সদস্য শহিদুল আলম বাবুসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা-কর্মচারী,পৌরসভার সকল কাউন্সিলরসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!