এই মাত্র পাওয়া :

শিরোনাম: রেইচা চেক পোস্টের সেনা তল্লাশিতে মিললো অনুমোদনহীন বিপুল আসবাবপত্র বান্দরবানে চলাচলের সড়ক নির্মাণে বাঁধা প্রদানসহ চাঁদা দাবীর প্রতিবাদে মানববন্ধন জেলা শহরে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ১ জনকে জরিমানা করলো মোবাইল কোর্ট বান্দরবানে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত গভীর রাতে আগুনে বলিবাজারের অন্তত ১৩ দোকান আগুনে পুড়ে ছাই রেইচা সেনা চেকপোস্টে রোহিঙ্গা নারীসহ ভুয়া এনজিও কর্মী আটক বান্দরবানে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারনা অভিযান হেডম্যান নুরুল হক এর শারীরিক খোঁজখবর নিতে ছুটে গেলেন জেলা বিএনপি আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী

বান্দরবান ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে ২য় সিরাতুন্নবী (সাঃ) মাহ্ফিল


প্রকাশের সময় :২৩ এপ্রিল, ২০১৭ ৬:৫২ : অপরাহ্ণ 1409 Views

মোহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি:-বান্দরবান বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সাঃ) মাহ্ফিল-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। জুমাবার বাদে মাগরিব হইতে রাত সাড়ে ১টা পর্যন্ত এই মাহ্ফিল চলে।বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে মাহ্ফিলের আয়োজন করা হয়।২য় সিরাতুন্নবী (সাঃ) মাহ্ফিলে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আলাউদ্দিন ইমামী এর সভাপতিত্বে মাহ্ফিলে প্রধান ওয়ায়েজিন হিসেবে দিক নির্দেশনামূলক হেদায়তী নচিহতমূলক ইসলামী আলোচনা করেন করেন,আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সিরে কোরআন ও ঢাকা দক্ষিণ মহাখালী জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা হাফেজ ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল আমীন। বিশেষ ওয়ায়েজিন হিসেবে পবিত্র কোরআন হাদীস ও রাসুল(সাঃ) জীবনীর উপর গুরুত্বপূর্ণ ইসলামী আলোচনা করেন,সুদুর ঢাকা থেকে আগত আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সিরে কোরআন আলহাজ্ব মুফতী রাফী বিন মনির, বান্দরবান বাজার শাহী মসজিদের খতিব মাওলানা এহসানুল হক আল মঈন,বান্দরবান জজ কোট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুজিবুল হক। মাহ্ফিলে সুন্দর ও ভাবগর্ম্ভীয ভাবে কোরআন হাকিম তেলোওয়াত করেন বান্দরবানের গর্ভ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সুনাধন্য ক্বারী খোবাইবুল হক তানিম।এছাড়া মাহফিলে উপস্থিত ছিলেন বান্দরবান ইমাম সমিতির সভাপতি ক্বারী নুরুল আমিন,মাওলানা বদিউল আলম,বালাঘাটা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম,মাওলানা নুর মুহাম্মদ,মাওলানা ওসমান গণি,মাওলানা আলীআকবরসহ স্থানীয় অন্যান্য ওলায়ে একরাম গণ।এছাড়াও মাহ্ফিলে সার্বিক সহযোগিতা ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন পবিত্র সিরাতুন্নবী (সাঃ) মাহ্ফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ও বান্দরবান ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব ফরিদুল আলম,বান্দরবান ব্যবসায়ী কল্যাণ পরিষদের সেক্রেটারী হাজী মোঃ আবু ছালেহ্,ব্যবসায়ী সমিতির নেতা মোঃ খোরশেদ আলম চৌধুরী,মোঃ-মঈন উদ্দীন রবিন,মোঃ রশিদ আহাম্মদ,মোঃদেলোয়ার হোসেন,মোঃমোস্তফা,মোঃ আবুল হাশেম,মোঃ জহির,মোঃ মহিউদ্দীন,মোঃফরহাদ হোসেন জিহান,মোঃ জয়নাল,মোঃ হোসেনসহ অন্যান্য ব্যবসায়ী সদস্যরা এবং ইসলাম প্রিয় যুবকের দল।মাহফিলে বক্তারা বলেন,পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য মাহান আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে পাঠানো একটি সংবিধান,এই কোরআনের মধ্যে ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তা প্রকাশ করেছেন মাহান আল্লাহ,মহান আল্লাহ তাঁর প্রিয় রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) এর উপর পবিত্র কোরআন নাজিল করেছেন,রাসূল (সাঃ) তাঁর উপর অর্পিত দায়িত্ব পরিপূর্ণ ভাবে পালন করেছেন,তিনি তাঁর উম্মতের জন্য বহু কষ্ঠ নির্জাতন সহ্য করেছেন,একমাত্র ইসলাম ধর্ম কায়েম করার জন্য।ইসলাম একটি শান্তির ধর্ম,ইসলামে জঙ্গীবাদ-সন্ত্রাস,বোমা বাজদের কোন স্থান নেই,মানুষকে অন্যায় ভাবে হত্যা করা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে।মুসলমানরা আজ পবিত্র কোরআনের প্রকৃত শিক্ষা থেকে দুরে সরে আসার কারণে সারা বিশ্বে জুলুম,অত্যাচারের শিকার হচ্ছে।আল্লাহর হুকুম পালন না করার কারনে মুসলমানদের মাঝে মধ্যে আল্লাহ পরিক্ষা করে থাকেন,বান্দা তার পাপ থেকে ফিরে এসে তওবা করলে মহান আল্লাহ সেই আজাব থেকে মুক্ত করে দেন। বক্তারা আরো বলেন,ইসলামের পাচঁটি স্তম্ভ এর মধ্যে নামায অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ,এই পাচঁ ওয়াক্ত নামায সঠিক ভাবে আদায় না কারনে আজ চারিদিকে অশান্তি,ঝগড়া-বিবেদ শেষ হচ্চে না।বান্দরবার নামাজ,রোজা,যাকাত হজ্জ শুধু মাত্র মহান আল্লাহ কে সন্তুুস্টি লাভের জন্য হওয়া উচিৎ,অন্যথায় এই ইবাদত গুলো কোন কাজে আসবে না।আর নারীদের জন্য আল্লাহ পর্দা ফরজ করেছেন,তাই নারীদেরকে ঘরের বাইরে প্রয়োজনে যেতে হলে কালো ও ঢিলে ঢালা বোরকা পরিধান করে স্বামী,পিতা,অথবা বড় বা ছোট ভাইকে সাথে নিয়ে বের হয়ে জরুরী কাজ সেরে আসতে পারবে। বর্তমানে আধুনিক ফ্যাশন বোরকার নামে যে গুলো পড়া হয়,আপনারা এই ফ্যাশন ও ফিটিং করা বোরকা পড়া থেকে বিরত থাকুন,পর্দা নারী জাতির সম্মান বৃদ্ধি করে। আসুন আমরা সকলে আল্লাহর হুকুম আহকাম ও রাসুল (সাঃ) এর তরীকা মতে আমাদের জীবন গড়ি,তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাবো।পরে দেশ-জাতি বান্দরবানের প্রবীণদের জন্য ও যারা মাহফিলের আয়োজন করেছেন এবং যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের জন্য তথা সমগ্র মানব জাতির কল্যাণে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!