

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অনুষ্টিত হয়েছে।গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বান্দরবান সার্কিট হাউজে এই শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অনুষ্টিত হয়।
এসময় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি বলেন,বাংলাদেশের সকল সম্প্রদায় একত্রে মিলিত হয়ে সকল ধর্মের উৎসব উদযাপন করবে।হিন্দু,মুসলিম, বৌদ্ধ,খ্রিষ্টান এর মধ্যে কোন ভেদাভেদ থাকবেনা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন এটাই ছিল,আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।প্রতিমন্ত্রী বীর বাহাদুর এই সময় আরো বলেন,আজ যে কোন ধর্মীয় অনুষ্ঠানে সকল ধর্মাবলম্বীরা একে অন্যে ধর্মের সাথে নিজেকে সুন্দর ভাবেই মিলিয়ে ফেলে।কোন ভাবেই দেখে হিন্দু,মুসলিম, বৌদ্ধ,খ্রিষ্টান চেনার কোন উপায় থাকেনা।এসময় তিনি আগামীতে ও বান্দরবানের সকল সম্প্রদায়ের প্রতি এ সম্প্রীতি সারাজীবন অটুট রাখার আহবান জানান।জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ হ্লামং,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,মোজাম্মেল হক বাহাদুর,বান্দরবান কেন্দ্রীয় শারদীয় দুর্গোৎসব উদযাপন কমিটির সভাপতি অমল কান্তি দাশসহ সনাতনী সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।