শিরোনাম: থানচি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে অর্ধশত দোকান ও বসতবাড়ি সেই রিপন এবার দশ হাজার ইয়াবাসহ গ্রেফতার বিদায় সংবর্ধনায় সিক্ত হলো বীর বাহাদুর স্কুল এন্ড কলেজ এসএসসি পরীক্ষার্থীরা বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরন মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত থানচি বলিবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশত দোকান পুড়ে ছাই প্রধানমন্ত্রীর উপহারঃ নাইক্ষ্যংছড়িতে ঘর পেলো আর ৫০ ভূমি ও গৃহহীন পরিবার বান্দরবান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এর বার্ষিক পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান চৈত্রের ঘুড়ি অনুষ্ঠিত

লালমোহন বাগান এলাকা জামে মসজিদ,বান্দরবানের ১ম বার্ষিক সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় :১৫ এপ্রিল, ২০১৭ ১১:১০ : অপরাহ্ণ 441 Views

[two_third_last]মোহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি:-বান্দরবান বান্দরবান লালামোহান বাগান এলাকা জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ১ম বার্ষিক সভা (মাহ্ফিলে)-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।১৫ এপ্রিল ২য় বৈশাখ শনিবার বাদে আছর থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত এই মাহ্ফিল চলে।লালামোহান বাগান এলাকা জামে মসজিদ প্রাঙ্গনে মাহ্ফিলের আয়োজন করা হয়।১ম বার্ষিক সভায় প্রধান মেহমান হিসেবে দিক নির্দেশনামূলক হেদায়তী ওয়াজ ও নচিহত মূলক বক্তব্য প্রদান করেন,বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্র (কমপ্লেক্স) এর পরিচালক হযরত মাওলানা হোসাইন মুহাম্মদ ইউনুস ছাহেব।প্রধান ওয়ায়েজ হিসেবে গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা করেন,ঢাকা গাজীপুর দারুল কোরআন মাদরাসার পরিচালক হযরত মাওলানা নুরুল ইসলাম গুলজারি ছাহেব।সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবানের পৌর মেয়র নগর পিতা মোহাম্মদ ইসলাম বেবী,মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ নুরে আলী। ১ম বার্ষিক সভায় বিশেষ ওয়ায়েজ হিসেবে কোরআন-হাদিসের উপর আলোচনা করেন,চট্টগ্রাম নেছারিয়া আলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা জানে আলম নিজামী,চট্টগ্রাম হালিশহর জামে মসজিদের খতিব মাওলানা মুসলেহ উদ্দীন ফারুকী,বান্দরবান আইম্মা উলামা পরিষদের সভাপতি মাওলানা কারী নুরুল আমিন,বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্র (কমপ্লেক্স) এর শিক্ষা পরিচালক মাওলানা আজিজুল হক,বান্দরবান রেস্ট হাউস জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল গফুর,জজ কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক।১ম বার্ষিক সভায় (মাহ্ফিল) সভাপতিত্ব করেন লালমোহন এলাকা জামে মসজিদের খতিব মাওলানা ইউছুফ মুনিরী। এছাড়াও মাহফিলে স্থানীয় ওলামাগণ আলোচনা পেশ করেন।
এছাড়াও ১ম বার্ষিক সভা (মাহ্ফিলে) সার্বিক সহযোগিতা ও অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন লালামোহান বাগান এলাকা জামে মসজিদ পরিচালনা কমিটি ও মাহফিল বাস্তবায়ন কমিটির অর্থ সম্পাদক ও বান্দরবান এপেক্স ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান জহির উদ্দীন বাবর,সভায় সঞ্চালনা করেন এইচ এম শহিদুল ইসলাম,মাহ্ফিল বাস্তবায়ন কমিটির অন্যতম উদ্যোগতা হাফেজ মাওঃআশরাফুর রহমান,হাফেজ মাওঃজমির উদ্দিন,মোঃ জাহাঙ্গীরসহ লালমোহন বাগান এলাকার এক ঝাঁক ইসলাম প্রিয় যুবকগণ এবং কমিটির অন্যান্য সদস্যগণ।মাহ্ফিলে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,৫০হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন,জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ১০ হাজার এবং পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী মাহ্ফিলে ১০ হাজার টাকা নগদ আর্থিক অনুদান প্রদান করেন।সভায় মাহ্ফিলে বক্তারা বলেন,পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য মাহান আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে পাঠানো একটি সংবিধান,এই কোরআনের মধ্যে ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তা প্রকাশ করেছেন মাহান আল্লাহ,ইসলাম একটি শান্তির ধর্ম,মুসলমানরা আজ কোরআন থেকে দুরে সরে আসার কারণে সারা বিশ্বে জুলুম,অত্যাচারের শিকার হচ্ছে।বান্দা তার পাপ থেকে ফিরে এসে তওবা করলে মহান আল্লাহ আজাব থেকে মুক্ত করে দেন।মহান আল্লাহ যৌবন কালে ইবাদতকে বেশি পছন্দ ও কবুল করেন,যুবকরা ১বার আল্লাহ ডাকলে আল্লাহ তার ডাকে ১০০বার উত্তর দেন,আর বৃন্ধ বয়সে ১০০ বার আল্লাহকে ডাকলে আল্লাহ ১বার উত্তর দেন। পাচঁ ওয়াক্ত নামায সঠিক ভাবে আদায় না কারনে আজ চারিদিকে অশান্তি,আসুন আমরা সকলে আল্লাহর হুকুম আহকাম ও রাসুল (সাঃ) এর তরীকা মতে আমাদের জীবন গড়ি,আমাদের ঈমান ও আমলকে সঠিক করি,তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাবো।পরে ব্যাক্তি,সমাজ,রাষ্ট্র,পরে দেশ জাতি প্রধান মন্ত্রী,পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,ও যারা মাহফিলে সহযোগিতা করেছেন তাদের সকলের জন্য বিশেষ দোয়া ও মনোজাত করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2023
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!