বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি গঠন


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১৬ মে, ২০২২ ৪:২৩ : অপরাহ্ণ 579 Views

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনায় ৪১সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।এতে বান্দরবান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়াকে সভাপতি এবং বান্দরবান জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক অসীম বড়ুয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।নবনির্বাচিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।এবিষয়ে তিনি জানান,সোমবার (১৬ মে) সকালে বিহারের সাবেক কার্যকরী কমিটির আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে বিহার পরিচালনা কার্যকরী পুর্ণাঙ্গ কমিটি গঠন করা করা হয়েছে।কমিটিতে সুজিত কুমার বড়ুয়া কে সিনিয়র সহসভাপতি এবং রাজিব বড়ুয়াকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,আশিষ বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদক এবং রূপন কুমার বড়ুয়াকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।৩ বছর মেয়াদের ৪১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক প্রজ্ঞাসার বড়ুয়া পাপনকে প্রথম সদস্য নির্বাচিত করা হয়েছে।নবগঠিত এই কমিটিতে ৭জনকে সহসভাপতি এবং ৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা।এছাড়াও শীলা বড়ুয়া কে মহিলা বিষয়ক সম্পাদক,পংকজ বড়ুয়াকে দপ্তর সম্পাদক,সুরিৎ বড়ুয়াকে সাংস্কৃতি সম্পাদক এবং সুনিতি বড়ুয়াকে ক্রীড়া সম্পাদক নির্বাচিত করা হয়।উল্লেখ্য,বেশান্ত বড়ুয়া দক্ষতা এবং সততার পাশাপাশি দীর্ঘদিন বান্দরবানে বসবাসরত বড়ুয়া সম্প্রদায়ের সর্বোচ্চ এই পবিত্র বিহার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।যা বর্তমানে বান্দরবান জেলার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার হিসেবে সুপরিচিত।গঠিত কমিটির অন্যান্যরা হলেন,সহ-সভাপতি পদে সম্পদ বড়ুয়া,মদন কুমার বড়ুয়া,করুণা কান্তি বড়ুয়া,বিশ্বজিৎ বড়ুয়া,জয় দত্ত বড়ুয়া,বাবুল কুমার চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাজীব বড়ুয়ায়া,বিপ্লব বড়ুয়া মিন্টু,প্রমোদ বড়ুয়া,সহ-অর্থ সম্পাদক পদে চিত্ত রঞ্জন বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক পদে আশীষ বড়ুয়া,মহিলা বিষয়ক সম্পাদক পদে শীলা বড়ুয়া,সহ-মহিলা বিষয়ক সম্পাদক পদে স্মৃতি কণা বড়ুয়া,হিসাব নিরীক্ষা সম্পাদক পদে মিথুন কুমার বড়ুয়া,সহ-হিসাব নিরীক্ষা সম্পাদক পদে বিক্রম বড়ুয়া,দপ্তর সম্পাদক পদে পংকজ বড়ুয়া,সহ-দপ্তর সম্পাদক পদে সৈকত বড়ুয়া,সাংষ্কৃতিক সম্পাদক পদে সুরিৎ বড়ুয়া,ধর্মীয় সম্পাদক পদে হিতোষময় বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে খোকন বড়ুয়া,সমাজ কল্যাণ সম্পাদক পদে দেবাশীষ বড়ুয়া,ক্রীড়া সম্পাদক পদে সুনীতি বড়ুয়া,ভান্ডার রক্ষক পদে নিপু বড়ুয়া,সহ-ভান্ডার রক্ষক পদে তপন বড়ুয়া।কার্যনিবাহী সদস্যরা হলেন প্রজ্ঞাসার বড়ুয়া পাপন,রাজু বড়ুয়া,দীপক বড়ুয়া,সাধন বড়ুয়া,দীপংকর বড়ুয়া,তাপস বড়ুয়া,অসীম বড়ুয়া (২),বাপ্পী বড়ুয়া,শিমুল বড়ুয়া,সুমন বড়ুয়া,সজীব বড়ুয়া,নয়ন বড়ুয়া,টিপু বড়ুয়া বদ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!