বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :২৯ অক্টোবর, ২০২২ ১:০৪ : পূর্বাহ্ণ 255 Views

সংযম ও সমাধির পবিত্র ত্রৈমাসিক বর্ষা বাসান্তে মহতী প্রবারণার পূর্ণিমার পর বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।

২৮ অক্টোবর (শুক্রবার) সকালে বান্দরবান সদরের রোয়াংছড়ি বাসস্টেশন সংলগ্ন সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকার আয়োজনে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়।

কঠিন চীবরদান উপলক্ষে দিনব্যাপী প্রথমে ভোর ৫টায় বিশ্বশান্তি মঙ্গল কামনায় সূত্রপাঠ,জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন,পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধপূজা,অষ্ট পরিষ্কারদান,মহাসংঘদান ও কঠিন চীবরদান ও ধর্মদেশনা প্রদান করা হয়।

এসময় ধর্মদেশনা প্রদান করেন জামিজুরি সুমনাচার বির্দশন আরামের অধ্যক্ষ ভদন্ত শীলরক্ষিত মহাথের, দেবপাহাড় পুর্নাচার আর্ন্তজাতিক বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আর্যপ্রিয় মহাথের, চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত বাগ্নীস্বর ড.দীপংকর থের, জ্ঞানরতœ বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত সত্যজিৎ মহাথের, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্রজ্যোতি থের, আবাসিক ভিক্ষু ভদন্ত পরমানন্দ ভিক্ষু সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম,পিপিএম,পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা,বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর বান্দরবানের ট্রাষ্টি হ্লাথোয়াই হ্রী মার্মা, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি বেসান্ত বড়ুয়া, বান্দরবান পৌরসভার সাবেক প্যানেল মেয়র দিলীপ বড়ুয়া, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি চৌধুরী প্রকাশ বড়ুয়া,সাধারণ সম্পাদক অসীম বড়ুয়া,অর্থ সম্পাদক রুপন বড়ুয়া,প্রচার সম্পাদক রাহুল বড়ুয়া ছোটন সহ বিহারের দায়ক-দায়িকা ও বৌদ্ধ ধর্মালম্বীদের নারী-পুরুষেরা।

সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা, হাজার প্রদীপ প্রজ্জলন ও ফানুস উত্তোলনের মাধ্যমে শেষ হয় দিনব্যাপী দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবের।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!