পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ শুরু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৪ মার্চ, ২০২২ ১১:২৭ : অপরাহ্ণ 245 Views

বান্দরবানে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ শুরু হয়েছে।

২৪ মার্চ (বৃহস্পতিবার) সকালে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট,ধর্ম বিষয়ক মন্ত্রাণালয়ের “ ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত,সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায় ) ” এর আওতায় বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দিরে ৯দিন ব্যাপী এই দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা কার্যালয়ের উপ-পরিচালক মীর মুহাম্মদ নেয়ামত উল্লাহ্ , হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জেলা প্রতিনিধি অমল কান্তি দাশ, রামকৃষ্ণ মিশন বান্দরবান এর সভাপতি অনিল কান্তি দাশ, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, বান্দরবান প্রেসক্লাবের সদস্য কৌশিক দাশ,ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত,সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের রাঙ্গামাটি কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট অনিক মজুমদার ও জুনিয়র কনসালটেন্ট মিথুন কুমার বিশ্বাসসহ বান্দরবানের শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দিরের পুরোহিত ও সেবাইতরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা কার্যালয়ের উপ-পরিচালক মীর মুহাম্মদ নেয়ামত উল্লাহ্ বলেন,বর্তমান সরকার সারাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। এসময় তিনি আরো বলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট,ধর্ম বিষয়ক মন্ত্রাণালয়ের “ ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত,সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায় ) ” এর আওতায় বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দিরে ৯দিন ব্যাপী এই দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষনের মাধ্যমে বান্দরবানের পুরোহিত ও সেবাইতদের দক্ষতা আরো বৃদ্ধি পাবে আর এই প্রশিক্ষণের মাধ্যমে তারা আর্থ সামাজিকভাবে উন্নতি লাভ করবে।

এসময় ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত,সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের রাঙ্গামাটি কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট অনিক মজুমদার বলেন, ৯দিন ব্যাপী এই দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণে ২০০জন পুরোহিত ও সেবাইত অংশ নেবেন এবং প্রশিক্ষণে পুরোহিতদের হিন্দু আইন ও পূজা পদ্ধতি, ভুমি আইন,আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ,খাদ্য পুস্টি ও স্বাস্থ্যসেবা এবং সেবাইতদের সামাজিক মুল্যবোধ,কৃষি ও বনায়ন এবং গবাদি পশু পালন সর্ম্পকে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হবে আর এই প্রশিক্ষণের মাধ্যমে ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা আরো বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন,বাংলাদেশের ৭টি বিভাগীয় অফিস ও ৬৪ জেলায় এই প্রকল্প বাস্তবায়ন হবে আর এর মাধ্যমে পুরোহিতও সেবাইতদের জ্ঞান ও দক্ষতা পূর্বের তুলনায় আরো বাড়বে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!