এই মাত্র পাওয়া :

থানছিতে ধম্মাজেয়া বৌদ্ধ বিহারে ১৭তম দানোত্তম শুভ কঠিম চীবর দানোৎসব সম্পন্ন


প্রকাশের সময় :১৯ নভেম্বর, ২০১৮ ৫:৩১ : অপরাহ্ণ 1064 Views

চহ্লামং মারমা (চহ্লা),থানছিঃ-থানছি বলিপাড়ায় ধম্মাজেয়া বৌদ্ধবিহারে দায়ক/দায়িকাদের আয়োজনে বৌদ্ধধর্মল্বীদের শ্রেষ্ঠ দান দানোত্ত শুভ কঠিন চীবর দানোৎসব গত সোমবার যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগম্বীর পরিবেশে পালিত হয়েছে।অনুষ্ঠানে ১ম পর্বে থাইল্যান্ড থেকে আনীত বুদ্ধমূর্তি জীবন্যাস এবং ২য় পর্বে সংঘের দানও পূজারী উদ্দেশ্যে ধর্মদেশনা দেওয়া হয়।ভগবান গৌতম বুদ্ধের অহিংস বাণী সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে পারলে মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, লোভ, মোহ, দুঃখ, দুর্দশা থাকবে না।কঠিন চীবর দান একটি সর্বোত্তম দান, কারণ দানেতে দুর্গতি খন্ডে।
পশ্চিম বলিপাড়া ধম্মাজেয়া বৌদ্ধ বিহারে বিহারধ্যক্ষ জ্ঞানশ্রী মহাথের এর সভাপতিত্বে কঠিন চীবর দান উৎসবে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বলিপাড়া বৌদ্ধ বিহারে বিহারঅধ্যক্ষ। এতে উপস্থিত ছিলেন থানছি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা,৪নং বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা,৩৬১নং থাইক্ষ্যং মৌজা হেডম্যান মংপ্রু মারমা সহ উপস্থিত বিভিন্ন পাড়া থেকে দায়ক/দায়িকারা। এছাড়া বিভিন্ন দুরদুরান্ত এলাকা থেকে আগত বিভিন্ন বিহারের পুজনীয় ভিক্ষু সংঘরা উপস্থিত ছিলেন।

 

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর