

বান্দরবান প্রতিনিধিঃ-বান্দরবানে ইফার উদ্যোগে আয়োজিত উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা আলোচনা সভা ও সনদ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।সোমবার সকাল সাড়ে ১০টায় বান্দরবান সদর উপজেলা মিলনায়তনে ইফার উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রতিযোগীতা ও সনদ বিতরন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে বান্দরবান ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক খাজা আহমদ মিয়াজী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমা বিনতে আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার অর্থ সম্পাদক মোঃসৈয়দ নূর।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান ইফার ফিল্ড অফিসার মোঃজাহাঙ্গীর আলম সজিব।অনুষ্ঠান সঞ্চলনা/পরিচালনায় ছিলেন ফিল্ড সুপারভাইজার আলহাজ্ব মাওলানা মোঃ আবু তালেব মঈনী। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন ইফা সহারী অফিসার মোঃ সাইমুন,মোঃআব্দুল খালেক,মোঃ হাবিবুল ইসলাম,মোঃ কাশেম,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নুসরাত সুলতানা।প্রতিযোগীতায় ক্বিরাত হামদ-না’ত,উপস্থিত বক্তৃতা,কবিতা আবৃত্তি,রচনা,প্রতিযোগীতায় জেলা ও উপজেলা সদরের সরকারী উচ্চ বিদ্যালয়,ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,আল ফারুক ইনষ্টিটিউট,আদর্শ সঃ প্রাঃ বিদ্যালয়,বান্দরবান কালেক্টরেট স্কুল এনড কলেজ,ও মাদ্রাসা,ইসলামী সিনিয়র মাদ্রাসা,ইসলামী শিক্ষা কেন্দ্র,বালাঘাটা সঃ প্রাঃ বিদ্যালয়,কালাঘাটা সঃ প্রাঃ বিদ্যালয় ও বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন।প্রতিযোগিতায় ৭টি ইভেন্টে মোট ৫১টি পুরুস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে এছাড়াও আরো উপস্থিত ছিলেন বান্দরবান ইফার সিনিয়র অফিসার মাহফুর রহমান,ইফার মডেল কেয়ার টেকার আব্দুল আলমসহ অন্যা কেয়ারটেকারগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিগন বিজয়ীদের মধ্যে পুরুস্কাার ও সনদ তুলে দেন।