

বান্দরবান অফিসঃ- গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা কমিটির উদ্যোগে মাহে রজব উপলক্ষে আজিমুশ্শান পবিত্র মেরাজুুন্নবী(সাঃ) মাহ্ফিল-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার (২৫ এপ্রিল) বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত এই মাহ্ফিল চলে।বান্দরবান বাজার শাহী মসজিদের মাঠ প্রাঙ্গনে মাহ্ফিলের আয়োজন করা হয়। মাহ্ফিলে নবীজি পবিত্র রজনীতে মেজরাজে গমন করে আল্লাহর দিদার লাভ ও নামাজের গুরুত্বের উপর এই বিষয়ের উপর প্রধান ওয়ায়েজিন হিসেবে দিক নির্দেশনামূলক হেদায়তী ওয়াজ ও নচিহত বাণী প্রদান করেন,বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মিডিয়া ব্যাক্তিত্ব ও ঢাকা ডেমরা দারুন নাজাত ছিদ্দিকীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মুফ্তি মাওলানা ওসমান গণি সাহেলী।বিশিষ্ট ব্যবসায়ী রাজনৈতিক ব্যাক্তিত্ব ও সমাজ সেবক বান্দরবান জেলা যুবলীগের আহ্বায়ক ও বান্দরবান জেলা গাউছিয়া কমিটির সভাপতি মোঃহোসেন এর সভাপতিত্বে মাহ্ফিলে বিশেষ ওয়ায়েজিন হিসেবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক ইসলামিক আলোচনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ চট্টগ্রাম চন্দনাইশ চাগাচর মুছাবিয়া নছিমিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা ফেরদৌস আলম আল-কাদেরী।বিশেষ ওয়ায়েজ হিসেবে গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা করেন বান্দরবান বাজার শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা এহসানুল হক আল মুঈন,চট্টগ্রাম কাশিয়াাইশ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু তালেব মঈনী,বান্দরবান জেলা গাউছিয়া কমিটির সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলী আকবর আলকাদেরী,বান্দরবান লালমোহন বাগান এলাকা জামে মসজিদের খতিব ও গাউছিয়া সদর উপজেলা কমিটির সভাপতি মাওলানা ইউসুফ মুনিরী, সুয়ালক কাইচতলী তুলাতলী বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ডা:আজিজুর রহমান,মেঘলা নতুন পাড়া প্রকাশ ভান্ডারী পাড়া মসজিদ ও মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মিজানুর রহমান আল্কাদেরী,সহ স্থানীয় ওলামাগণ আলোচনা পেশ করেন। আজিমুশ্শান পবিত্র মেরাজুন্নবী(সাঃ) মাহফিলে সঞ্চলনায় ছিলেন বান্দরবান জেলা গাউছিয়া কমিটির নেতা আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু তালেব মঈনী।মাহফিলে কোরআন তেলাওয়াত করেন বান্দরবান পৌরসভা মসজিদ ও খানেকা শরীফের ইমাম হাফেজ মোহাম্মদ আনোয়ার।এছাড়াও মাহ্ফিলে উপস্থিত ছিলেন,গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার উপদেস্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম,বান্দরবান জেলা গাউছিয়া কমিটির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আছহাব উদ্দীন,জেলা গাউছিয়া কমিটির অর্থ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃছৈয়দ নূর,বান্দরবান থানা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী তমিজ উদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী মোঃকামাল হোসেন,বিশিষ্ট সাংবাদিক ব্যাক্তিত্ব মোহাম্মদ আলী,সুয়ালক কাইচতলী তুলাতলী বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও বান্দরবান সদর উপজেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল হক,মোঃ নাজির হোসেন মোহাম্মদ আব্দুর রহিম,গাউছিয়া কমিটির অন্যান্য নেতা-কর্মীসহ ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা মাহফিলে উপস্থিত ছিলেন।মাহফিলে বক্তারা বলেন,পবিত্র মেরাজ রজনী হচ্ছে পৃথিবীর বুকে শ্রেষ্ট আর্শ্চজনক ও অলৌকিক সত্য ঘটনা,এই রজনী মমাহন আল্লাহর নির্দেশে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা (সাঃ) বোরাক নামক বাহন এর মাধ্যমে সপ্ত আকাশ ও ছিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লহর আরশ্ আজিমে গিয়ে আল্লাহর দিদার লাভ করেছেন,মহান আল্লাহ তার বান্দার জন্য উপহার স্বরুপ নামাজ দিয়েছেন,তিনি রাসুল (সাঃ) কে বেহেস্ত দোজক দেখালেন,বেহেস্ত বাসীকে ভাল কাজের ভাল প্রতিদান,জাহান্নাম বাসীদের খারাপ কাজের শস্তি কি হবে তা দেখিয়েছেন,এছাড়া আরো বহু নিদর্শন দেখিছেন।মুসলমানরা আজ কোরআন থেকে দুরে সরে আসার কারণে সারা বিশ্বে জুলুম,অত্যাচারের শিকার হচ্ছে।ওলামায়েকরা আরো বলে,পবিত্র মেরাজ রজনীর শিক্ষা অপরীসীম,তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন নি তিনি চাইলে ইসলামে শত্রুদের বিভিন্ন লোভনীয় প্রস্তাবে রাজি হয়ে আরাম আয়েশের জীবন যাপন করতে পারতেন,কিন্তুু তিনি সেটা না করে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে ন্যায়ের পক্ষে লড়াইকরেছেন,আল্লাহর রাস্তায় সারা বিশ্বের মানুষকে দাওয়াত দিয়েছেন,উম্মতদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দান করেছেন।সারা পৃথিবীর মানুষকে ন্যায়ের পক্ষে থাকার জন্য শিক্ষা দিয়ে গেছেন। আসুন আমরা সকলে আল্লাহর হুকুম আহকাম ও রাসুল(সাঃ)এর রেসালত-সীরত ও তরীকা মতে আমাদের জীবন গড়ি,তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাবো।পবিত্র মেরাজুন্নবী (সাঃ) মাহ্ফিলে সভাপতির সমাপনী বক্তব্য প্রদান শেষে মিলাদ পড়ানো হয়,পরিশেষে দেশ ও মানব জাতির কল্যানে মাহ্ফিলে বিশেষ দোয়া করা হয়।








