হেলিকপ্টার যোগে থানচির দুর্গম ভোটকে‌ন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৫ জানুয়ারি, ২০২৪ ২:২১ : পূর্বাহ্ণ 288 Views

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের সাতটি উপজেলার বি‌ভিন্ন দুর্গম ভোটকে‌ন্দ্রে হে‌লিকপ্টার যো‌গে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে।বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে থানচি উপজেলার দুর্গম এলাকার ৩টি ভোটকে‌ন্দ্র দলিয়াম পাড়া,জিন্না পাড়া,ছোট মদক পাড়াতে হে‌লিকপ্টা‌র যোগে স্বচ্ছ ব্যালট বাক্স,ব্যালট পেপারসহ নির্বাচনের অন্যান্য সরঞ্জাম প্রেরণ করেছে জেলা নির্বাচন কমিশন।বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন।তিনি নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচনী যেকোন সহায়তার জন্য জরুরী সেবা ৯৯৯ ব্যবহারে জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন।

জেলা নির্বাচন কার্যালয়ের সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল থেকে থানচি উপজেলায় তিনটি ভোটকেন্দ্রে ভোটারের সংখ্যা অনুযায়ী ব্যালট পেপার,ব্যবহৃত স্বচ্ছ ব্যালট বাক্স সহ অন্যান্য সরঞ্জাম পাঠা‌নো হয়ে‌ছে।আগামীকাল শুক্রবার আরো দুটি উপজেলায় ৯টি ভোটকেন্দ্রতে নির্বাচনী সরঞ্জাম পাঠা‌নো হ‌বে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।এদিকে জাতীয় দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে ৫০ প্লাটুন বিজিবি সদস্য,সরকারি নির্দেশনা অনুযায়ী নির্বাচনের মাঠে থাকবে সেনা সদস্যরাও।

এছাড়াও নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় এক হাজার চারশত পুলিশ সদস্যরা মোতায়েন থাকবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন।বান্দরবান ৩০০ নং আসনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ্ মোজা‌হিদ উদ্দিন ব‌লেন, বান্দরবা‌নে ১৮২টি ভোট কে‌ন্দ্রের ম‌ধ্যে ১২টি ভোট কে‌ন্দ্রে হে‌লিকপ্টা‌রের সাহা‌য্যে নির্বাচনী সরঞ্জাম পাঠা‌নো হ‌চ্ছে।বৃহস্পতিবার এবং শুক্রবারের ম‌ধ্যেই এসব সরঞ্জাম পৌঁছা‌নো হ‌বে। আশা করছি বান্দরবা‌নে এক‌টি সুন্দর প‌রি‌বে‌শে নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে।

উল্লেখ্য,এবার ৩০০ নং আসনের বান্দরবান জেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ২ লাখ ৮৮ হাজার ২৯ জন।মহিলা ভোটার ১ লাখ ৩৯ হাজার ৪৪৬ ও পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৪৮ হাজার ৫৮৩ জন।এবার নির্বাচনে ভোট কেন্দ্র রয়েছে ১৮২টি। ৭২৭ টি বুথের ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।তবে দুর্গম এলাকার রোয়াংছড়ি,রুমা,থানচি ও আলীকদম উপজেলাসহ ১২টি ভোট কেন্দ্রে নির্বাচনে কাজে ব্যবহার করা হবে হেলিকপ্টার।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!