বান্দরবানের থানচি উপজেলায় নিষিদ্ধ মাদক আফিম উদ্ধার করেছে পুলিশ।এ সময় এক নারীকে গ্রেপ্তার করা হয়।তার নাম খিহই খুমী (৭৮)।থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় মাদক উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৯ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানচি উপজেলার সদর ইউনিয়নের বিজ্ঞানি মংসানু মারমা পাড়ায় পুলিশের একটি দল অভিযান চালায়।এ সময় খিহই খুমীর ঘর থেকে ২০০ গ্রাম নিষিদ্ধ আফিম পলিথিন মুড়ানো অবস্থা পাওয়া যায়।খিহই খুমী উপজেলায় বলিপাড়া ইউনিয়নের মৃত কাইলো খুমীর স্ত্রী।বিজ্ঞানি মংসানু মারমা পাড়ায় ভাড়া বাসায় থাকতেন তিনি।তার বিরুদ্ধে থানচি থানায় মামলা দায়ের করে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।ওসি সুদ্বীপ রায় বলেন,দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারিরা পর্যটক সেজে উপজেলায় ঢুকে পড়েছে।তাদের আইনের আওতায় না পারলে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে।বান্দরবানের সীমান্ত এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পপি চাষ হয়।আর পপি থেকে নিষিদ্ধ মাদক আফিম তৈরি করা হয়।