শিরোনাম: খেলোয়াড় সমিতি গোল্ডকাপঃ শেষ মুহুর্তে ফাইনাল নিশ্চিত করলো ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান খেলোয়াড় সমিতি গোল্ডকাপঃ নাটকীয় জয় দিয়ে প্রথম ফাইনালিস্ট লোহাগাড়া যুব ফটবল একাদশ দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনঃ বান্দরবান জেলা আওয়ামী লীগ এর একক প্রার্থী বীর বাহাদুর উশৈসিং খেলোয়াড় সমিতি গোল্ডকাপঃ চমকে দিলো জিটিএল কালাঘাটা ফুটবল দল বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপিত বান্দরবানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত রিজিয়ন কমান্ডার খেলোয়াড় সমিতি গোল্ডকাপঃ দুর্দান্ত এক জয় দিয়ে সেমিফাইনালে ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান

বান্দরবানের থানচিতে সড়ক দুর্ঘটনায় দুই কাঠুরিয়া শ্রমিক নিহত


প্রকাশের সময় :১ এপ্রিল, ২০১৭ ১:৩৭ : পূর্বাহ্ণ 1310 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-থানচিতে গহীণ জঙ্গলের মূল্যবান কাঠ ভর্তি মালবাহী গাড়ি চলন্ত অবস্থা উচুঁ পাহাড়ে উঠার সময় কাঠের টুকরা নড়বড়ে উঠলে কাঠের টুকড়াসহ ট্রাকের থাকা দুই শ্রমিক নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলের দুই কাঠুরিয়া শ্রমিক নিহত হয়েছে।ঘাতক ট্রাক ড্রাইভার পালাতক রয়েছে।এদিকে কাঠ ব্যবসায়ীরা অসাবধানতা কারনে উঁচু পাহাড় থেকে পড়ে যাওয়ার ঘটনাকে ধামাচাপা দিতে নিছক সড়ক দূর্ঘটনা বলে চালিয়ে যাচ্ছে।প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়,শুক্রবার (৩১মার্চ) সকালে থানচি সদর সাংগু ব্রীজ থেকে ট্রাক নং চট্টমেট্রো-ট ১১৭ কাইতং ম্রো পাড়া থেকে ব্যবসায়ীদের সংগ্রহীত মূল্যবান কাঠ পরিবহনের উদ্যেশে রওনা হয়।ফেরার পথে দুপুর ২টায় থানচি রুমা অভ্যন্তরীণ কাচাঁ সড়কের থাওয়াই ম্রো পাড়া নামক স্থানের পৌছলে উচুঁ পাহাড় থেকে ট্রাকের থাকা কাঠগুলি নড়বড়ে মাটি নিচে পড়ে যায় সাথে দুই শ্রমিক ও ছিল ঘটনাস্থলের দুই শ্রমিক মৃত্যু হয়।ঘটনাস্থল থেকে কাঁধে বহন করে দীর্ঘ পথ পেরিয়ে অজ্ঞাতনামা শ্রমিক কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,প্রধান ফটকের রেখে যায় নিহত দুই শ্রমিককের।খবর পেয়ে কর্তব্যরত চিকিৎসক ডা:মুঃ মনোয়ার সাদাত নিহত দুই শ্রমিককে মৃত ঘোষনা করেন।যোগাযোগ করা হলে মিবক্যা রেজ্ঞের রেজ্ঞ অফিসার মোখলেসুর রহমান কাইতং পাড়া ৩৭০নং পর্দ্দ মৌজায় আমাদের কোন প্রকার জোত পারমিট ২০১৬-১৭ অর্থসালে অনুমোদন হয়নি এবং কাঠ পরিবহন হচ্ছে সেটি আমার জানা নেই।খোঁজ নিয়ে জানা যায়,কিছু শ্রেণির লোকজন থানচি রুমা অভ্যন্তরীণ সড়কের তাহাদের নিজস্ব অর্থায়নের স্টেভ্যাটর সাহায্যে কাঁচা রাস্তা নির্মাণ করে অবৈধ পন্থা ৩৭০নং পর্দ্দা মৌজায় এলাকায় মূল্যবান চম্পাফুল,গর্জণ গাছ কেটে সাবার করে পরিবহন করে আসছে।পুলিশ ও গোয়েন্দা সংস্থা প্রতিনিধি দীর্ঘ তদন্তের পর মৃত ব্যক্তিদের মধ্যে একজনে পরিচয় পাওয়া গেচ্ছে,পটুয়াখালী জেলা, বাউফুল,চর আলগী গ্রামে আমির হোসেন মৃধা পুত্র মোঃ মজিবুর ৩৮, অপরজন অজ্ঞাতনামা,থানচি থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত এস আই মোঃ মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করে লাশ ময়না তদন্তের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।থানচি থানা একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
June 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!