

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের থানচি সংরক্ষিত সাঙ্গু বনাঞ্চলের গাছ কেটে কাঠ পাচারের সময় ৪টি ট্রাক বোঝাই চোরাই কাঠ আটক করেছে আনসার বাহিনী।আটকের পর বনবিভাগ ৪ ট্রাক কাঠ জব্দ করেছে।গতকাল বৃহস্পতিবার এঘটনা ঘটে।বনবিভাগ ও স্থানীয়রা জানায়,কাঠ চোরকারবারীরা সংশ্লিষ্ট সংস্থা গুলোকে ম্যানেজ করে বান্দরবানের সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চলের চাম্পাফুল,গর্জন’সহ মূল্যবান শতবর্ষী গাছ (মাদার ট্রি) কেটে জোত পারমিটের আড়ালে পাচারের মহোৎসবে ব্যস্ত রয়েছে।সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চলের চোরাই কাঠ’সহ একযোগে ১৭টি ট্রাকে করে বিপুল পরিমাণে কাঠ জেলার থানচি উপজেলা থেকে বান্দরবান শহরে আনার সময় চিম্বুক ওয়াইজংশন চেকপোষ্টে আটক করে কাগজপত্র তল্লাসী করে আনসার বাহিনীর সদস্যরা।তল্লাসীতে ১৩টি ট্রাকের কাঠের বনবিভাগের অনুমতি’সহ বৈধ কাগজপত্র পাওয়া গেলেও ৪টি ট্রাকের কাঠের কোনো কাগজপত্র ছিলনা।বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আনসার সদস্যরা ট্রাক’সহ কাঠগুলো আটক করে বনবিভাগকে হস্তান্তর করেন।পরে বান্দরবান বন বিভাগের বেতছড়া রেঞ্জ কর্মকর্তারা কাঠগুলো জব্দ করেন।চোরাই কাঠগুলো কাঠ ব্যবসায়ী মোহাম্মদ করিমের বলে জানাগেছে।তবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।বান্দরবান বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী কামাল উদ্দিন জানান,অবৈধ কাঠ পরিবহনের দায়ে কাঠ বোঝাই ট্রাকগুলোও আটক করা হয়েছে।জব্দকৃত কাঠের তালিকা তৈরি করা হচ্ছে।জব্দকৃত কাঠের আনুমানিক মুল্য প্রায় ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।অসাধু কাঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।