

মোহাম্মদ আলী বান্দরবান প্রতিনিধি:-“প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এটুআই) প্রোগ্রামের আওতায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ই-সেবা কার্যক্রম সর্ম্পকে বিদ্যালয়ের কিশোর ছাত্র-ছাত্রীদের অবহিতকরন ও উৎসাহিত করার লক্ষে গতকাল ২৪ অক্টোবর (মঙ্গলবার) সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক কিশোর বাতায়ন বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এন এস আই উপ-পরিচালক মোঃ শাহাজাহান।কিশোর বাতায়ন বিষয়ক কর্মশালায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান মন্ত্রীর কার্যালয়ে এটুআই প্রোগ্রামের আওতায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ই-সেবা কার্যক্রম সর্ম্পকে গুরুত্ব পুর্ণ তথ্য প্রদান করেন বান্দরবান জেলা তথ্য অফিসার মোঃশরিফুল ইসলাম। কর্মশালায় অতিথিরা বলেন দেশকে ডিজিটাল প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কিশোরদের অবশ্যই আমাদের বিভিন্ন প্রযুক্তি সর্ম্পকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠতে হবে,আর তখনই সঠিক প্রযুক্তি ব্যাবহার করে আমরা সকলে দেশেকে উন্নতির শিখড়ে নিয়ে যেতে পারবো।কিশোরদের দক্ষতা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।দেশের উন্নয়নে ডিজিটাল বাংলাদেশ নির্মানে সকলকে এক যোগে কাজ করে যাওয়ার আহব্বান জানান।