

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক দিনকে দিনকে আরও জনপ্রিয় হয়ে ওঠলে,এর সাথে যুক্ত হচ্ছে নানা বিড়ম্বনা। বিশেষ করে এর ব্যবহারকারীদের আবেগ,অনুভূতি,তথ্য, ছবি প্রকাশের মাধ্যম হওয়ায় নানা ধরণের ভোগান্তির শিকার হচ্ছেন তারা,অনেক সময় অন্যায় ও অপরাধ কর্মের শিকারও হচ্ছেন।অসাধু ব্যাক্তিরা চাইলেই যে কারও তথ্য বা ছবি সংগ্রহ করতে পারছেন।ফেসবুকে ব্যবহৃত কারও ছবি ডাউনলোড কিংবা স্ক্রিনশট করে নেয়া সম্ভব। নানা বিধিনীতি প্রয়োগ করেও অন্তত প্রোফাইল ছবি হলেও চলে যাচ্ছে তাদের কাছে।এই একটি ছবিই অনেকের ব্যক্তিগত জীবনকে ফেলে দিয়েছে হুমকির মুখে। এ ছাড়া অসতর্ক ও অবহেলার কারণে যারা নিজেদের তথ্য ও ছবির সবার জন্য উম্মুক্ত রাখেন তারা তো আরও বেশি হুমকির মুখে এসব অসাধু ব্যক্তিদের কাছে। বিশেষ করে নারীরা এ ধরণের বিড়ম্বনার শিকার বেশি। এ নিয়ে ফেসবুকের কাছে জমা হয়েছে অভিযোগের পাহাড়।তবে এর থেকে পরিত্রাণ ফেসবুক এবার পরীক্ষামূলকভাবে চালু করছে প্রোফাইল পিকচার গার্ড নামে নতুন একটা ফিচার।ভারত থেকেই এ ধরণের অভিযোগ বেশি পাওয়ায় সেখানেই আগে পরীক্ষামূলকভাবে এ ফিচারটি চালু করেছে ফেসবুক। এর মাধ্যমে যে কেউ চাইলেই কারও প্রোফাইল ছবি ডাউনলোড বা স্ক্রিনশট করে নিতে পারবে না।এ গার্ড ফিচার চালু করলে প্রোফাইল পিকচারের চারিদিকে নীল রঙ্গের একটি বর্ডার দেখা যাবে।এর মাধ্যমে কেউ চাইলেই অন্য কারও প্রোফাইল ছবি শেয়ার,ডাউনলোড বা ইনবক্সে আদান প্রদান করতে পারবে না।এমনকি স্ক্রিনশটও নেয়া যাবে না।ফেসবুক কর্তৃপক্ষ জানাচ্ছে,অনেকেই নিরাপত্তাবোধের অভাব থেকে প্রোফাইলে নিজের ছবি প্রকাশ করে না।এ ফিচারটি তাদেরকে সে সুযোগটি করে দিবে।খুব তাড়াতাড়ি আরও অন্যান্য দেশেও এ ফিচারটি পাবেন ফেসবুক ব্যবহারকারীরা।সূত্র:-(((গাইডিং টেক)))








