বান্দরবানে যাত্রা শুরু করলো হেভেন কম্পিউটার সিটি


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :১২ অক্টোবর, ২০২২ ৭:২৬ : অপরাহ্ণ

বান্দরবানের মানুষের জন্য ডিজিটাল সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে হেভেন কম্পিউটার সিটি সেলস অ্যান্ড সার্ভিসিং সেন্টার।মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে বান্দরবান মাদ্রাসা শপিং কমপ্লেক্সের (রূপালী ব্যাংকের পাশে) ২য় তলায় অবস্থিত কেন্দ্রটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজি।

এসময় জেলা প্রশাসক ফিতা কেটে হেভেন কম্পিউটার সিটি সেলস অ্যান্ড সার্ভিসিং সেন্টারের উদ্বোধন করেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন যন্ত্রপাতি ও কক্ষ পরিদর্শন করেন।পরে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, দৈনিক সচিত্র মৈত্রী পত্রিকার সম্পাদক অধ্যাপক ওসমান গণি,ব্যবসায়ী মাহবুবুর রহমান, খোরশেদ আলম,সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম.মোমেন চৌধুরী,হেভেন কম্পিউটার সিটির স্বত্বাধিকারী মো.রিয়াজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে হেভেন কম্পিউটার সিটির মালিক এম রিয়াজ উদ্দিন বলেন,ডিজিটাল জগতের নতুন সুযোগ বান্দরবানের মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ।কোম্পানিটি বান্দরবানে চালু হওয়ায় বান্দরবানের সাধারণ মানুষ বিভিন্ন প্রযুক্তিগত সেবা নিতে পারবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী বলেন,বান্দরবানের শিক্ষার্থীরা ডিজিটাল প্রযুক্তিতে অনেক এগিয়ে যাচ্ছে এবং এই অগ্রগতির ধারায় এ ধরনের প্রতিষ্ঠানের খুবই প্রয়োজন, যেখানে সবকিছু পাওয়া যাবে।

এ সময় তিনি বলেন,আমাদের সব ব্যবসায়ীকে ব্যবসা করতেই হবে,তবে লাভের কথা বিবেচনা করে সবার ভালোর দিকেও খেয়াল রাখতে হবে।তিনি আরও যোগ করেছেন,হেভেন কম্পিউটার সিটির মালিককেও ভাল মানের যন্ত্রাংশ সম্পর্কে সচেতন হতে হবে যাতে এই কেন্দ্রে আসা লোকেরা সেগুলি পেতে পারে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!