

মোহাম্মদ আলী বান্দরবান প্রতিনিধি:-“প্রধান মন্ত্রীর কার্যালয়ে এটুআই প্রোগ্রামের আওতায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ই-সেবা কার্যক্রম সর্ম্পকে জনগনকে অবহিতকরন ও জনগনকে উৎসাহিত করার লক্ষে ২৩ অক্টোবর সোমবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান,বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দছ,বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুু,মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জহুরা বেগম,সদর উপজেলা সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান সুচিত্রা তংচঙ্গ্যা।প্রেস ব্রিফিং এ স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্টের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান মন্ত্রীর কার্যালয়ে এটুআই প্রোগ্রামের আওতায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ই-সেবা কার্যক্রম সর্ম্পকে গুরুত্ব পুর্ণ তথ্য প্রদান করেন বান্দরবান জেলা তথ্য অফিসার মোঃশরিফুল ইসলাম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক,সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মনু,প্রথম আলো বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা,দৈনিক স্বাধীন ভাষা প্রতিনিধি মোহাম্মদ আলী,মাছরাঙ্গা টেলিভিশন প্রতিনিধি কৌশিক দাশ,মোহনা টিভি বান্দরবান প্রতিনিধি রাহুল বড়–য়া ছোটন,বাংলা টিভি প্রতিনিধি রিমন পালিত সহ বান্দরবানের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।প্রেস ব্রিফিং এ অতিথিরা বলেন দেশকে ডিজিটাল প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলার জন্য অবশ্যই আমাদের বিভিন্ন প্রযুক্তি সর্ম্পকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠতে হবে,আর তখনই সঠিক প্রযুক্তি ব্যাবহার করে আমরা সকলে দেশেকে উন্নতির শিখড়ে নিয়ে যেতে পারবো।নারীদের দক্ষতা বৃদ্ধি ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।দেশের উন্নয়নে ডিজিটাল বাংলাদেশ নির্মানে সকলকে এক যোগে কাজ করে যাওয়ার আহব্বান জানান। প্রেস ব্রিফিং এছাড়াও অন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের অফিস সহকারী অরুন প্রীতি তংচঙ্গ্যা, মোঃহাবিবুর রহমান,মোঃজামাল উদ্দীন,মোঃশফি প্রমুখ।পরে সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে প্রেস বিফিং এর সমাপ্তি ঘোষনা করেন।