ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বাস্তবতাঃ-(ইয়াছমিন পারভীন তিবরীজি)


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১২ ডিসেম্বর, ২০২১ ৭:৩১ : অপরাহ্ণ 487 Views

ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বাস্তবতা এমনটাই মন্তব্য করলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।ডিজিটাল বাংলাদেশ দিবস”২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এমনটাই মন্তব্য করেন জেলা প্রশাসক।তিনি বলেন,২০০৮ সালের ১২ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপকল্প ঘোষণা করেন।ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়,বাস্তবতা।যার সুফল ভোগ করছে দেশের ১৭ কোটি মানুষ।তিনি আরও বলেন,বিগত ১২ বছরে আইসিটি খাতে ২০ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে।আইসিটি খাত থেকে বছরে এখন ১০৩ কোটি ডলার রপ্তানি আয় হচ্ছে।দেশের প্রায় সাড়ে ৬ লাখের বেশি ফ্রিল্যান্সার আউটসোর্সিং খাত থেকে প্রতিবছর প্রায় সাড়ে ৭০০ মিলিয়ন ডলার আয় করছে।বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ১৩ কোটি।তথ্যপ্রযুক্তির ব্যবহার করে আর্থিক সেবায় মানুষের অন্তর্ভুক্তি বিস্ময়কর।অনলাইন ব্যাংকিং,ইলেকট্রনিক মানি ট্রান্সফার,এটিএম কার্ড ব্যবহার করে ক্যাশলেস সোসাইটি গড়াসহ ই-গভর্নমেন্ট প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রাখছে।রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুছ ফরাজী (পিপিএম),সিভিল সার্জন ও উপপরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত ডা.অংশৈ প্রু মার্মা।এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বান্দরবানের তথ্য ও প্রযুক্তি বিভাগের কর্মসূচি প্রনয়ক (প্রোগ্রামার) সুরুত আলম আকাশের সার্বিক তত্বাবধানে ডিজিটাল বাংলাদেশ দিবস”২১ উপলক্ষে আয়োজিত উপস্থিত বক্তৃতা ও প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।প্রসঙ্গত, “ডিজিটাল বাংলাদেশের অর্জন,উপকৃত সকল জনগণ” এই প্রতিপাদ্য নিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী,আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ডিজিটাল বাংলাদেশ দিবস’২০২১ উদযাপন করেছে বান্দরবান জেলা প্রশাসন এবং বান্দরবানের তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!