এই মাত্র পাওয়া :

ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২ উপলক্ষে প্রেস কনফারেন্স


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :১৬ নভেম্বর, ২০২২ ৬:১৪ : অপরাহ্ণ 469 Views

বান্দরবান জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।প্রেস কনফারেন্স অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এসময় জেলা প্রশাসক জানান,সারাদেশের ন্যায় বান্দরবান জেলায় ২০ ও ২১ নভেম্বর ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।২০০৮ সাল এর নির্বাচনী ইশতেহারে ঘোষণা ছিলো ডিজিটাল বাংলাদেশ বিনির্মান করবে সরকার।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর সুপরিকল্পনায় ২০০৮ সালের সেই ঘোষণা ২০২১ সফলভাবে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পরিপূর্ণতা পেয়েছে।সরকার নতুন একটি লক্ষ্য নির্ধারণ করেছে তা হলো ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ কে স্মার্ট বাংলাদেশে রুপান্তর করা।সেই লক্ষ্য পরিপূর্ণ করতে সরকার কাজ করে যাচ্ছে।

এসময় তিনি জানান,ডিজিটাল মেলার স্টল থেকে সরকারি-বেসরকারি ডিজিটাল সেবা প্রদান, ডিজিটাল পদ্ধতি ব্যবহার এর মাধ্যমে সেবার মান উন্নয়নে জনগণের কাছ থেকে মতামত গ্রহণ,স্থানীয় উদ্ভাবকদের উদ্ভাবন প্রদর্শন,উদ্ভাবনী আইডিয়া,স্মার্ট সিটি,স্মার্ট এগ্রিকালচার,স্মার্ট স্বাস্থ্য সেবা সেবা,স্মার্ট পাবলিক সার্ভিস ও সামাজিক সমস্যা সমাধানে উদ্ভাবনী আইডিয়া নিয়ে বিষয় ভিত্তিক ৪টি প্যাভিলিয়ন ৬০ এর অধিক স্টল থাকবে।তিনি মেলা উপলক্ষে প্রচার প্রচারণার মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ডা.মো.শেখ ছাদেক,বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক মিনারুল হক,প্রোগ্রামার (ভারপ্রাপ্ত) ছুরুত আলম আকাশসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,বাংলাদেশকে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উন্নত রাস্ট্রে পরিণত করার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সকল স্তরে উদ্ভাবনী চিন্তার প্রসার ও নানাবিধ উদ্ভাবনে উৎসাহিত করার জন্যে উপজেলা ও জেলা পর্যায়ে উদ্ভাবনী মেলায় সহযোগিতা করছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর