এই মাত্র পাওয়া :

জেলা প্রশাসক এর উদ্ভাবনঃ বিভাগীয় ইনোভেশন শোকেসিং-২০২২ এ ৩য় স্থান অর্জন


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৭ জুন, ২০২২ ১২:৫৩ : অপরাহ্ণ 963 Views

চট্রগ্রাম বিভাগীয় ইনোভেশন শোকেসিং-২০২২ এ বান্দরবান জেলার ইনোভেশন টিম চট্টগ্রাম বিভাগে ৩য় স্থান অর্জন করেছে।রবিবার (৫ জুন) চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে দুইদিনব্যাপী এই ইনোভেশন শোকেসিং এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।সোমবার (৬ জুন) সমাপনী পর্বের অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর উদ্ভাবন “বিদেশী নাগরিক ভ্রমণে অনুমতি” নামে তৈরী করা অনলাইন ওয়েবসাইট www.fbta.gov.bd তৃতীয় স্থান অর্জন করে।তথ্য ও প্রযুক্তি বিভাগ,বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছুরত আলম আকাশ সিএইচটি টাইমস ডটকমকে তৃতীয় স্থান অর্জনের বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান,বিভাগীয় শহরে “ইনোভেশন শোকেসিং”-২০২২ উপলক্ষে বান্দরবানের সম্মানিত জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি গত ৩১ মে বান্দরবান জেলায় মাঠ পর্যায়ের উদ্ভাবনী উদ্যোগ হিসেবে ৫ টি উদ্ভাবনের তালিকা তৈরি করেন।পরে ইনোভেশন শোকেসিং এর সমাপনী অনুষ্ঠানে বিদেশি নাগরিক ভ্রমণে অনুমতি ওয়েবসাইটটি উদ্ভাবনের জন্য বান্দরবান জেলার ইনোভেশন টিমকে তৃতীয় স্থান হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।তিনি আরও জানান রোয়াংছড়ি উপজেলার প্রাক্তন সহকারী প্রোগ্রামার সৌরভ চক্রবর্তী এই সফটওয়্যারটির ডেভেলপার হিসেবে কাজ করেন (বর্তমানে তিনি কক্সবাজারে কর্মরত)।বিভাগীয় ইনোভেশন শোকেসিং-২০২২ এর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পি.এ.এ এর কাছ থেকে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষে তৃতীয় স্থান অর্জনের সম্মাননা স্মারক গ্রহণ করেন বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস।এসময় চট্টগ্রাম এর বিভাগীয় কমিশনার মো.আশরাফ উদ্দীন উপস্থিত ছিলেন।সমাপনী পর্বের অনুষ্ঠান সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান।সহকারী প্রোগ্রামার আরও জানান, বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সার্বিক দিকনির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টায় বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.শেখ ছাদেক এর সার্বিক সহযোগিতায় “বিদেশী নাগরিক ভ্রমণে অনুমতি” শীর্ষক ইনোভেশনটি আলোর মুখ দেখে যা পার্বত্য বান্দরবানে আগত বিদেশি পর্যটকদের মনে দারুণ সাড়া জাগাবে।এবিষয়ে,বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান বলেন,দীর্ঘদিন যাবৎ বিদেশী পর্যটকরা বান্দরবান ভ্রমনে আসলে তাদের নিরাপত্তাসহ বিভিন্ন প্রশাসনিক প্রতিকূলতার বিষয়টি জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি মহোদয়ের নজরে আসে।পরে পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে এবং প্রশাসনিক বিষয়গুলো সহজ করার লক্ষ্য নিয়ে সম্মানিত জেলা প্রশাসক এই ইনোভেশন এর উদ্যোগ নেন।এদিকে এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট বান্দরবানের পেশাজীবীরা।তাদের ভাষ্য,এই অনলাইন প্রক্রিয়াটি চালু হওয়ায় বিদেশি পর্যটকরা নানা ধরনের হয়রানি থেকে মুক্ত হবার পথ উন্মুক্ত হলো।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!