জেদ্দা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে স্বাশিপ কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড.হোছামুদ্দিন সংবর্ধিত


প্রকাশের সময় :১১ জানুয়ারি, ২০১৮ ৫:১৪ : অপরাহ্ণ 976 Views

মোঃজিহানুর রহমান চৌধুরী,(স্টাফ রিপোর্টার)চট্টগ্রামঃ-স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) চট্টগ্রাম মহানগরীর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড.আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে পৃথিবীর বুকে বাঙ্গালী জাতি স্বাধীন সার্বভৌম দেশের অধিকারী হত কিনা সন্দেহ।বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ছিল ঔপনিবেশিক শক্তির করালগ্রাস থেকে বাঙ্গালী জাতিকে মুক্তি দেওয়া এবং শোষনমুক্ত সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলা। বঙ্গবন্ধু জীবদ্দশায় তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলেও তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে।অধ্যাপক ড.আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন গত ৫ জানুয়ারী ২০১৮ইং বঙ্গবন্ধু পরিষদ সৌদি আরবের জেদ্দা,বাওয়াদী শাখার উদ্যোগে তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের (সাতকানিয়া-লোহাগাড়া) সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র একান্ত সচিব ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য এরফানুল করিম চৌধুরী।বঙ্গবন্ধু পরিষদ জেদ্দা,বাওয়াদী শাখার সভাপতি মো: জাবেদ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা ও মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ জেদ্দা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন,জেদ্দা বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমদ,সহ-সভাপতি শাহ আলম,সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছমাইল হোসেন,সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান,বঙ্গবন্ধু পরিষদ বাওয়াদী শাখার সাধারণ সম্পাদক জহির উদ্দিন লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক আ.ম.রানা হামিদ,সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান,হাসান আলী,ইউছুপ খাঁন পারভেজ,আইন বিষয়ক সম্পাদক জাকির হোছাইন, অর্থ বিষয়ক সম্পাদক ইসমাইল মাসুদ প্রমুখ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর