এই মাত্র পাওয়া :

লামায় বিয়ের প্রলোভন দেখিয়ে মোবাইলে ডেকে এনে এক কিশোরীকে ধর্ষণ


প্রকাশের সময় :২৫ মে, ২০১৭ ১:৩২ : পূর্বাহ্ণ 755 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-লামায় বিয়ের প্রলোভন দেখিয়ে মোবাইলে ডেকে এনে এক কিশোরীকে ধর্ষণ করেছে দুই বন্ধু।গত মঙ্গলবার (২৩ মে) দিবাগত রাত ৯টায় লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পর্যটন সংলগ্ন সাউথ স্কাই রাবার বাগানে এই ঘটনা ঘটে।ধর্ষক মো রাসেল দেওয়ান (৩২) লামার রুপসীপাড়া ইউনিয়নের গাজীপাড়ার মৃত সাইফুল পিসির ছেলে ও মাহতাব উদ্দিন সুমন (৩০) পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বার আউলিয়া নগরের জিদ্দা বাজার এলাকার মাষ্টার সারোয়ার কামালের ছেলে।পুলিশ ১নং আসামী মোঃ রাসেল দেওয়ানকে বুধবার দুপুরে তার বাড়ী রুপসীপাড়া থেকে আটক করেছে।ভিকটিমের খালা ও মামলার বাদী রোকেয়া বেগম বলেন,মেয়েটির বাবা বাঁক প্রতিবন্ধী ও মা হাবাগোবা।পরিবারের অভাবে কারণে সে চট্টগ্রামে গার্মেন্সে কাজ করে।ধর্ষক রাসেল দেওয়ানের লামা বাজার স্টার শপিং কমপ্লেক্সে মোবাইলের দোকান রয়েছে।গত ৬/৭ মাস আগে আমার বোনের মেয়ের ধর্ষকের দোকানে মোবাইল মেরামত করতে যায়।এসময় রাসেল এর সাথে পরিচয়।ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।গত ২৩ মে ২০১৭ইং মঙ্গলবার রাসেল তাকে চট্টগ্রাম থেকে ফোনে ডেকে নিয়ে আসে।মেয়েটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের চকরিয়ায় পৌছালে রাসেলের বন্ধু মাহতাব উদ্দিন সুমন তাকে রিসিভ করে।২জন মিলে মেয়েটিকে মোটর সাইকেলে তুলে লামার উদ্দেশ্যে নিয়ে আসে।এসময় লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পর্যটন সংলগ্ন সাউথ স্কাই রাবার বাগানে রাত ৯টায় প্রথমে রাসেল ধর্ষণ করে পরবর্তীতে এই ঘটনা মানুষকে বলে দেবে এমন ভয়ভীতি দেখিয়ে সুমন ধর্ষণ করে।খবর পেয়ে আমরা গিয়ে মেয়েটিকে উদ্ধার করি।লামা থানার অফিসার ইনচার্জ ও মামলার তদন্তকারী অফিসার আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এই বিষয়ে ভিকটিমের খালা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লামা থানায় মামলা দায়ের করে।মামলা নং-১১,তারিখ-২৪ মে ২০১ইং।মেয়েটিকে ২২ ধারায় জবানবন্ধী রেকর্ডের জন্য বুধবার বিকেলে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!