

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-দক্ষিণ এশিয়া ভিত্তিক পথশিশু বিষয়ক একমাত্র অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন স্যাভক-SAVC (South Asian Voice for Children) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ভোলান্টিয়ার্স টিম ঘোষণা।স্যাভক-SAVC এর সেন্ট্রাল কমিটির সেক্রেটারি অাবু নোমান মুহাম্মদ হাফিজুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে ভোলান্টিয়ার্সদের নাম ঘোষণা করেন স্যাভক এর সেন্ট্রাল প্রেসিডেন্ট মুহাম্মদ শাহজাহান অালী চৌধুরী।এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন স্যাভক এর উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী সদস্য,বিশিষ্ট সমাজ সেবক জনাব অারমান বাবু রুমেল ও স্যাভক এর সেন্ট্রাল কমিটির দপ্তর সম্পাদক অারাফাত।প্রধান অতিথির বক্তব্যে জনাব অারমান বাবু রুমেল বলেন,স্যাভক শহর এলাকার পাশাপাশি গ্রাম অঞ্চলেও সমাজের গরীব,অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মানবিক সহায়তা ও শিক্ষা নিয়ে কাজ করবে।লোহাগাড়া শহর ও এর অাশেপাশের এলাকার গরীব,অসহায় শিশুদের অভিভাবকের দায়িত্ব পালন করবে স্যাভক।সরকার ও তাঁর ব্যক্তিগতভাবে স্যাভক কে সর্বোচ্চ সহযোগিতা করার অাশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে সেন্ট্রাল প্রেসিডেন্ট বলেন-অাজ থেকে লোহাগাড়ার প্রত্যকটি গরীব অসহায় শিশুর অভিভাবক হচ্ছে স্যাভক।