এই মাত্র পাওয়া :

স্ট্যান্ড রিলিজ কক্সবাজারের এসপি রহমত উল্লাহ্


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১:১৫ : পূর্বাহ্ণ 280 Views

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) রহমত উল্লাহকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।সাড়ে তিন লাখ ইয়াবা বিক্রির অভিযোগের বিষয়ে একটি জাতীয় দৈনিকে বিশেষ প্রতিবেদন প্রকাশ করার পর পুলিশ সদর দপ্তর এ সিদ্ধান্ত নেয়।

জানা যায়,গত ১৭ ফেব্রুয়ারি যুগান্তর এ সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে,যেখানে উল্লেখ করা হয়, এসপি রহমত উল্লাহর সংশ্লিষ্টতা নিয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে।বিষয়টি আলোচনায় এলে পুলিশ সদর দপ্তর তাকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেয়।এ বিষয়ে পুলিশের একটি উচ্চপর্যায়ের সূত্র নিশ্চিত করে,১৮ ফেব্রুয়ারি এসপি রহমত উল্লাহকে পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজল করিম এক আদেশে বলেন, “জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে দ্রুততম সময়ে হেডকোয়ার্টারে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।”

তবে এই বিষয়ে পুলিশ সদর দপ্তরের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।এদিকে,কক্সবাজারের জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে,বিষয়টি নিয়ে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!