এই মাত্র পাওয়া :

শিরোনাম: আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ বান্দরবান বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান বিএনকেএস এর উদ্যোগে টেকনাফের ক্যাম্প-২২ এ শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল আয়োজনে স্বাক্ষরতা দিবস উদযাপিত ঢাকায় পার্বত্য উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সাক্ষাৎ বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপিত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাতকানিয়া লোহাগাড়া জমিয়তুল মোদার্রেছীনের সাথে মতবিনিময় সভায় ড.আবু রেজা নদভী এমপি


প্রকাশের সময় :১৫ সেপ্টেম্বর, ২০১৮ ৯:৪৫ : অপরাহ্ণ 911 Views

জিহানুর রহমান চৌধুরী,স্টাফ রিপোর্টার, চট্টগ্রামঃ-“তিন হাজারের অধিক একাডেমিক ভবন নির্মাণসহ বর্তমান সরকারের গৃহীত বিবিধ প্রকল্প মাদ্রাসা শিক্ষায় আমুল পরিবর্তন এসেছে”বঙ্গবন্ধু এদেশে ইসলামিক ফাউন্ডেশন গঠন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পূনর্গঠনের মাধ্যমে ইসলামের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন, তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই ধারাবাহিকতায় এ দেশে ইসলামের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মপরিধি বৃদ্ধির পাশাপাশি মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। স্কুলের প্রধান শিক্ষক ও কলেজের অধ্যক্ষ যা বেতন পান ঠিক মাদ্রাসার সুপার ও অধ্যক্ষ সমান বেতন পেয়ে থাকেন। অন্যান্য পদেও সমান বেতনভাতা পেয়ে থাকেন। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে এফিলিয়েটিং ক্ষমতা সম্পন্ন আরবি ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে ফাযিল-কামিলকে স্নাতক ও স্নাতকোত্তর মান প্রদানের পাশাপাশি ইতোমধ্যে ৫২টি মাদ্রাসায় বিষয় ভিত্তিক অনার্স কোর্স চালু করেছে। আলাদা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে, ৩৫টি মাদ্রাসায় আইসিটি ল্যাব চালু করা হয়েছে। মাদ্রাসা বোর্ডের তত্ত্বাবধানে ৯ হাজার ৪০০ মাদ্রাসার ওয়েব পোর্টাল চালু করা হয়েছে। ৩৬ হাজার মিলিয়ন ডলার সহায়তায় মাদ্রাসার শিক্ষকদের জন্য আর.বি স্পোকেন এবং আইসিটি ট্রেনিং কোর্স চালু করা হয়েছে। মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে ইতোমধ্যে ১ হাজার ১৩০টি ভবন তৈরি করা হয়েছে এবং আরো ২ হাজারটি নতুন ভবন একনেকে পাশ হয়েছে। সরকারের এসব উদ্যোগের ফলে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পাবলিক পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ পেয়ে যোগ্যতাবলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যেমন প্রবেশের সুযোগ পাচ্ছে তেমনি মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে এসেছে আমুল পরিবর্তন।
তিনি আজ ১৫ সেপ্টেম্বর ২০১৮ ইং বিকেল তিনটায় সাতকানিয়া উপজেলার ছদাহা টাইম স্কোয়ার চত্বরে মাদ্রাসা শিক্ষকদের পেশাজীবি সংগঠন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন সাতকানিয়া লোহাগাড়া শাখার যৌথ উদ্যোগে মাদ্রাসা শিক্ষা ও সাতকানিয়া লোহাগাড়ার সার্বিক উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে গারাংগিয়ার পীর সাহেব হযরত শাহ মাওলানা আনোয়ারুল হক সিদ্দিকী বলেন, আদর্শ সমাজ বিনির্মাণে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই। নীতি-নৈতিকতা সম্পন্ন নাগরিক সৃষ্টির লক্ষ্যে মাদ্রাসা শিক্ষকরা আন্তরিতার সাথে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করার প্রয়াস লক্ষ্যণীয় উল্লেখ করে তিনি বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, পৃথক মাদ্রাসা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ভৌত অবকাঠামো উন্নয়নে সরকার হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তিনি বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলোর দিকে সরকারের সুদৃষ্টি দেয়া উচিত। নতুবা আগামী ৫ বছরের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থী শূন্য হয়ে যাবে। পীর সাহেব গারাংগিয়া প্রফেসর ড.আবু রেজা নদভীর ঐকান্তিক প্রচেষ্টায় বিভিন্ন মাদ্রাসায় একাডেমিক ভবন বরাদ্দসহ বিগত পাঁচ বছরে সাতকানিয়া লোহাগাড়ায় অভূতপূর্ব উন্নয়নের কথা তুলে ধরেন।
সাতকানিয়া উপজেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী,ছদাহা ইউপি চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ মাওলানা ফজলুল হক, সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দিন, সাতকানিয়া উপজেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আরিফুর রহমান চৌধুরী। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ আলম, গারাংগিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আজিম, ছৈয়দাবাদ দুদুফকির মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ আল কাদেরী, গারাংগিয়া ইসলামিয়া রব্বানি মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ফারুকী, পদুয়া আইনুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাছান আনছারী, সাতকানিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, কাঞ্চনা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান শামসী, সাবেদক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ, মাওলানা গোলাম রসুল কমরী, সুপার মাওলানা হারুনুর রশিদ, সুপার মাওলানা মীর মোহাম্মদ রহমত উল্লাহ, সুপার মাওলানা নুরুল আলম ফারুকী, সুপার মাওলানা মোহাম্মদ আজগর, সুপার মাওলানা আব্দুর রহিম, সুপার মাওলানা মোহাম্মদ ইসমাইল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপাধ্যক্ষ মাওলানা মনিরুল আলম। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুরুল আলম সাতকানিয়া লোহাগাড়ার বিভিন্ন মাদ্রাসায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রফেসর ড.আবু রেজা নদভী এমপিকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপনের পাশাপাশি এলাকার উন্নয়নের স্বার্থে সাতকানিয়া লোহাগাড়া জমিয়ত সবসময় পাশে থাকার ঘোষনা দেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!