

জিহানুর রহমান চৌধুরী (চট্রগ্রাম):-সাতকানিয়া উপজেলা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় গতকাল ৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায়।ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী,সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, সহ-সভাপতি মো:মোজাম্মেল হক,যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন,সাবেক চেয়ারম্যান লায়ন ওসমান গণি চৌধুরী,সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম,উপজেলা প্রকৌশলী মো:সোলাইমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুলাল,সদস্য আবদুল হান্নান সওদাগর, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নেজাম উদ্দিন, মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, এওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, ছদাহা ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ হোসাইন চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সহ-আইন বিষয়ক সম্পাদক এড.কামাল উদ্দিন,যুবলীগ নেতা নুরুল মোস্তফা চৌধুরী, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হারেছ মোহাম্মদ,স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব শাহাদাত হোসাইন শাহেদ,সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন,ছাত্রলীগ নেতা আবু ছালেহ,মো:বেলাল প্রমুখ।সাতকানিয়া সদর বাজার জামে মসজিদে জুমার খুতবা প্রদান:সাতকানিয়া উপজেলা কমপ্লেক্স ভবনের উদ্বোধন পূর্বে প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এম.পি সাতকানিয়া সদর বাজার জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য এবং খুতবা প্রদান করেন।বক্তৃতায় তিনি ইসলামের শান্তি,সম্প্রীতি,সহমর্মিতা এবং সুকুমার দিকসমূহ তুলে ধরার পাশাপাশি সন্ত্রাস,চাঁদাবাজি,জঙ্গিবাদ এবং রাষ্ট্রদ্রোহিতার কুফল সম্পর্কে জনমনে সচেতনতা সৃষ্টির জন্য ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানান।