সদ্যপ্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন প্রধানমন্ত্রী


প্রকাশের সময় :২৩ ডিসেম্বর, ২০১৭ ১১:০৩ : অপরাহ্ণ 685 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-সদ্যপ্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা পাবার পর শনিবার বিকেল থেকে মহিউদ্দিনের বাসার আশপাশ ঘিরে মহড়া দিতে শুরু করেছে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে আগামীকাল রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী নগরীর চশমাহিলে মহিউদ্দিনের বাসায় যাবেন বলে সংশ্লিষ্ট কার্যালয় থেকে চট্টগ্রামের প্রশাসনকে জানানো হয়েছে।চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বলেন,রোববার নৌবাহিনীর বার্ষিক রাষ্ট্রপতির কুচকাওয়াজে যোগ দিতে চট্টগ্রামে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী।সকাল ১০টা ১০ মিনিটে নেভাল একাডেমিতে পৌঁছাবেন তিনি।সেখানে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কর্মসূচি নির্ধারিত আছে মাননীয় প্রধানমন্ত্রীর।নৌবাহিনীর কর্মসূচি শেষে বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন।এ সংক্রান্ত নির্দেশনা পাবার পর শনিবার বিকেল থেকে আমরা প্রস্তুতি শুরু করেছি।মহিউদ্দিনের ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন,মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাসায় আসবেন।প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তারা আমাদের বাসায় এসেছেন।এ নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি।রাত ১০টায় প্রধানমন্ত্রীর সফর নিয়ে নিরাপত্তা সংক্রান্ত চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আব্দুল ওয়ারিশ বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চশমাহিলের বাসার আশপাশ ঘিরে মহড়া দিতে শুরু করেছে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এর আগে গত ১৪ ডিসেম্বর গভীর রাতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী মারা যান।মহিউদ্দিনকে শেষবারের মতো দেখতে এসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন,মহিউদ্দিনের মৃত্যুর খবর শুনে প্রধানমন্ত্রী কেঁদেছেন।উৎস:-(সি.টি.জি টাইমস)

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!