

জিহানুর রহমান চৌধুরী,(স্টাফ রিপোর্টার),চট্টগ্রামঃ-এক দফা দাবী শিক্ষা ব্যবস্থা জাতীয় করন এর দাবীতে সারাদেশে একযোগে মানব বন্ধন পালিত হচ্ছে।তারই অংশ হিসেবে স্বাধীনতা শিক্ষক পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বিশাল মানববন্ধন পালন করা হয়।অধ্যাপক হারুনুর রশীদ ও অধ্যাপক আবু নঈম মোঃইবরাহীম চৌধুরীর পরিচালনায় উক্ত মানব বন্ধনে সমন্বয়কারী স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন ,স্বাশিপ চট্টগ্রাম মহানগর সভাপতি,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এর ইসলামিক ষ্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক
বিশিষ্ট লেখক ও গবেষক প্রফেসর ড.আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দীন বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমাদের আবেদন শিক্ষা ব্যবস্থা জাতীয় করন করে শিক্ষক সমাজ কে রক্ষা করুন।অনন্যদের মধ্যে বক্তৃতা রাখেন অধ্যক্ষ রেজাউল করিম,উপাধ্যক্ষ কুতুব উদ্দীন,সৈয়দ মুহাম্মদ খালেদ,অধ্যক্ষ মাওলানা এরফানুল করিম,অধ্যক্ষ মাওলানা এস এম ফরিদ উদ্দীন,অধ্যক্ষ জামাল ছাত্তার,অধ্যক্ষ মাওলানা মূসা,অধ্যাপক সোহানা শারমিন তালুকদার,অধ্যাপক জেসমিন আক্তার শিমুল,প্রধান শিক্ষক নূরুল আবসার,সহ- প্রধান শিক্ষক জয়নাল আবেদীন,অধ্যক্ষ মাইমুনুর রশিদ,উপাধ্যক্ষ মোঃ শোআইব,শিক্ষক সাদুর রশীদ,প্রধান শিক্ষক নুরুল ইসলাম শরীফ,অধ্যক্ষ আবদুল মমিন,অধ্যক্ষ মাওলানা সোলাইমান কাসেমী,প্রধান শিক্ষক আযম খাঁন,অধ্যক্ষ ইলিয়াস,অধ্যক্ষ মাওলানা মুহিউল হক,অধ্যক্ষ জসীম উদ্দীন,উপাধ্যক্ষ জাকের আহমদ,জনাব মাহবুবুর রহমান,অধ্যক্ষ নুরুল কবির,অধ্যক্ষ নাছির উদ্দীন,জনাব সিরাজুল ইসলাম, জনাবা কামরুন্নাহার সহ আরো অনেকে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।